নয়াদিল্লি: দেশে কোভিড-গ্রাফের (Covid Graph) ওঠানামা অব্যাহত। ফের কমল দৈনিক সংক্রমণ (Covid Infection) ও মৃত্যুর সংখ্যা। গতকাল করোনায় (Corona) দেশে ১ জনের মৃত্যু হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে বারোশো ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের (Corona) সংখ্যা ছিল ২ হাজার ১৮৩।






গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। কেরল তাদের পরিসংখ্যান-তথ্য পরিমার্জন করায় গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১৪। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৫ হাজার ৫২৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৯৯ হাজার ৫৬৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৫৪। 


গতকালের হিসেবে দেখা গিয়েছিল,দেশে করোনায় দৈনিক সংক্রমণ (India Covid Update) এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশ বেড়েছিল। করোনায় (Corona Update) দেশে রবিবার যেখানে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪, তা গতকাল লাফিয়ে বেড়ে হয় ২১৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫০।


ওই ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona Death Troll) মৃত্যু হয়েছে ২১৪ জনের। এর মধ্যে কেরল তাদের পরিসংখ্যানে আগের ৬২ জনের মৃত্যুর তথ্য যোগ করেছে।  গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৪ হাজার ২৮০। 


গতকালের বিশ্ব করোনা: বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৯৭ হাজার ৯৩৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৪৪ লক্ষ ৫৮ হাজার ৪২৩। চিনের সাংহাইয়ে নতুন করে লকডাউন জারি করার পর মৃত্যু হয়েছে একজনের। চিনের সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে।