নয়া দিল্লি: দেশে স্বস্তি বাড়িয়ে এক লাফে অনেকটাই কমল করোনা (Coronavirus) সংক্রমণ। প্রায় ৮ হাজারের গণ্ডিতে দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল প্রায় প্রায় ৬০ শতাংশ কমেছিল করোনায় দেশের দৈনিক মৃত্যু।। মঙ্গলবার অনেকটাই কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। যা গত ৯ মাসে সর্বনিম্ন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৫ জনের। রবিবার একদিনে ২৮৫ জনের মৃত্যু হয়েছিল। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১।
আরও পড়ুন, আমিষ খাবার বিক্রি বন্ধ আমদাবাদে, 'বিজেপির সমস্যা নেই', মত মুখ্যমন্ত্রীর
এদিকে, রাজ্যে অনেকটাই কমল করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ৭৮২। গতকালের বুলেটিন অনুযায়ী, এই সংখ্যা ছিল ৮৭৫। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ৫। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৯২। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮,০৪৭। গত একদিনে এই সংখ্যা কমেছে ১৫। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ৪ হাজার ৯৭৫। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯,৩১৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৭৭ হাজার ৬০৯।বর্তমানে হোম আইসোলেশনে ৬,৭৭৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তর সংখ্যা ১,০৭৫। সেফ হোমে থাকা আক্রান্তের সংখ্যা ১৯৪। গত একদিনে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৯৮,৬৩২ জনকে। এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার ৮৪৬।