নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (India Corona Update) ওঠাপড়া চলছেই। ফের তিনহাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ৫০ পার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। 


 





করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ১৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৫৮৬।  একদিনে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৪৯৪। একদিনে মৃত্যুর হার ১.২২ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ০.৬১ শতাংশ। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৬। দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। 


 





দিনকয়েক আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানায়, কাউকে করোনার ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, করোনার ভ্যাকসিন নিলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা শরীরের ওপর এর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করতে হবে। যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের ক্ষেত্রে জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট।  তবে এখন কেন্দ্রের যে ভ্যাকসিন নীতি রয়েছে তা অযৌক্তিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।   


আরও পড়ুন: SBI Hikes Interest: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন নতুন হার