নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ভারতের (India) ওমিক্রন (Omicron) পরিস্থিতি তত চিন্তা বৃদ্ধি করছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার (Coronavirus) এই নয়া প্রজাতি। তিন দিনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ভারতে, যে পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। ভারতে এর ফলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে। তবে এর মধ্যে ৭৭ জন রোগী ওমিক্রনকে হারিয়ে সুস্থও হয়ে উঠেছে, মঙ্গলবার এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংখ্যা সবচেয়ে বেশি। দুই রাজ্যেই লাফিয়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি। মহারাষ্ট্র এবং দিল্লিতে করোনা ভ্যারিয়েন্টের সংখ্যা ৫৪। এছাড়াও তেলেঙ্গানায় ২০টি, কর্নাটকে ১৯টি, রাজস্থান ১৮টি, কেরলে ১৫টি, গুজরাতে ১৪টি ওমিক্রন আক্রান্তের কেস সামনে এসেছে। ভারতের ওমিক্রন মামলার সংখ্যা ৩ দিনে দ্বিগুণ হয়েছে, কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে এমনটাই খবর। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত  ১২টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে।


আরও পড়ুন, করোনার পঞ্চম ঢেউয়ে ক্ষতবিক্ষত ইজরায়েল, ফের 'ওয়ার্ক ফ্রম হোম' চালু সে দেশে


এদিকে, ওমিক্রনে আক্রান্ত হয়ে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নতুন করে ভর্তি হন ৩৪ জন। তার মধ্যে অবশ্য ইতিমধ্যেই ১৭ জনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন। মঙ্গলবার একথা জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। এক বিবৃতিতে তিনি আরও জানান, এলএনজিপি হাসপাতালে যেসব ওমিক্রন আক্রান্ত এসেছেন, তাঁদের মধ্যে তিন জনের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এই পরিস্থিতিতে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, এরপর থেকে যাঁরা করোনায় আক্রান্ত হবেন, তাঁদের জিনোম সেক্যুয়েন্সিং করা হবে।


অন্যদিকে, কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১ জনকে ঘিরে ওমিক্রন (Omicron) -সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট (Corona Positive) পজিটিভ, বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি। ওমিক্রন-সন্দেহে (Omicron) ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশন। আগামীকাল ২জনেরই নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ে।