নয়াদিল্লি: সুখোই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। নয়া পালক যোগ হল ভারতীয় সেনার (Indian Air Force/IAF) মুকুটে। অভিযানের জন্য ভারতীয় বায়ুসেনা কতটা প্রস্তুত, তা দেখতেই নৌবাহিনীর সহযোগিতায় এই পরীক্ষার আয়োজন করা হয়। তাতে সফল ভাবেই উতরে গেল ভারতীয় বায়ুসেনা। একেবারে নির্ভুল ভাবে ক্ষেপণাস্ত্রটি (BrahMos Supersonic Cruise Missile) লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।


দেশের পূর্ব উপকূল থেকে ব্রহ্মোসের সফল পরীক্ষা


মঙ্গলবার দেশের পূর্ব উপকূলে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়। সুখোই যুদ্ধবিমানের অন্তর্ভুক্ত একটি SU30 MKI যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। মাঝ সমুদ্রে নৌবাহিনীর পরিত্যক্ত একটি জাহাজ রাখা ছিলতার জন্য। সরাসরি সেই লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। টুইটারে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্যের কথা তুলে ধরেছে ভারতীয় বায়ুসেনা।


গত এক সপ্তাহ ধরেই যুদ্ধবিমান থেকে ছোড়ার উপযোগী ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের নবতম সংস্করণটির পরীক্ষার কথা শোনা যাচ্ছিল। এটির পাল্লা প্রায় ৮০০ কিলোমিটার বলে জানা গিয়েছে। অর্থাৎ ৮০০ কিলোমিটার দূরে থেকে অবস্থান নির্ণয় করে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র।


আরও পড়ুন: Jahangirpuri Violence: শাহের নির্দেশের পরের দিনই দিল্লি হিংসায় ৫ জনের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন আরোপ


দিল্লি সূত্রে খবর, এই ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি। সফ্টওয়্যারে সামান্য রদবদলেই একধাক্কায় এর পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। ভারতীয় বায়ুসেনার ৪০টি SU30 MKI যুদ্ধবিমানে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়েছে বলে খবর।


শব্দের চেয়েও দ্রুতগামী ব্রহ্মোস


এর আগে, চলতি বছরের ৫ মার্চ ভারতীয় নৌবাহিনী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে। ভারত মহাসাগরে আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজ থেকে সেটি পরীক্ষা করা হয়। তারও আগে, ২০২১-এর ৮ ডিসেম্বর SU30MK1 থেকে আকাশপথে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। শুধু সুখোই যুদ্ধবিমানেই নয়, আগামী দিনে বায়ুসেনার হাতে থাকা MIG-29K, তেজস এবং রাফালের সঙ্গেও সংযুক্ত করা হবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।  


ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগের ফসল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং মাটিতে বসানো লঞ্চপ্যাড থেকে সেটি ছোড়া সম্ভব। শব্দের চেয়েও তিন গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র।