Jobs In Indian Coast Guard: সরকারি চাকরি খুঁজলে এটাই হতে পারে সেরা সময়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) নাবিক, যান্ত্রিক পদে শুরু হয়েছে নিয়োগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে জানতে চাইলে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন।
Indian Coast Guard Jobs: গুরুত্বপূর্ণ তারিখএই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এই আবেদনের তারিখ শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে।আবেদন শেষের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২। ইন্ডিয়ান কোস্ট গার্ড অনলাইনে এই নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
Indian Coast Guard Vacancy DetailsPost Name No of VacancyNavik (General Duty) 225Navik (Domestic Branch) 40Yantrik (Mechanical) 16Yantrik (Electrical) 10Yantrik (Electronics) 09Total 300
Jobs In Indian Coast Guard: শিক্ষাগত যোগ্যতানাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে তাদের স্কুল শিক্ষার জন্য কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা সহ পাশ করতে হবে।
নাভিক (ডমেস্টিক ব্রাঞ্চ): কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত একটি শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।যান্ত্রিক : এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ একটি স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বা বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত 03 বা 04 বছর মেয়াদি ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।
Indian Coast Guard Jobs: আবেদনকারীদের বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে|
নির্বাচনের পদ্ধতিনিম্নলিখিত ধাপের মাধ্যমে প্রার্থীর নির্বাচন হবেলিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার পরেই আবেদনকারীদের বাছাই পর্ব সম্পূর্ণ হবে।
এই চাকরি ছাড়াও সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় (FCI Recruitment) ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিশিয়াল সাইটে বিস্তারিত বিবরণ দেখে নিতে হবে।
আবেদন শুরুর তারিখ : ২৭ অগাস্ট ২০২২আবেদন শেষের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২
আবেদনের পদ্ধতি: অনলাইননিয়োগকারী সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পদের নাম: ম্যানেজার কর্মস্থল : সারা ভারতে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI