কলকাতা: আজও আদানি ইস্যুতে (adani issue) উত্তাল হতে পারে সংসদ (Parliament Session 2023)। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে জেপিসি গঠনের (JPC) দাবিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও সংসদে সরব বিরোধীরা। আজ রাজ্যসভায় আদানি ইস্যুতে মুলতুবি প্রস্তাব দিয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। কংগ্রেসও এই একই ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছে। 


প্রেক্ষাপট...
গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে সংসদে। বিদেশে গিয়ে রাহুল গাঁধী যে মন্তব্য করেছেন তার জন্য ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছে বিজেপি শিবির। পাল্টা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং যত বার বিদেশে গিয়েছেন, চিন গিয়েছেন, দেশবাসীর সমালোচনা করেছেন।' তাঁর আরও দাবি, ছিল দক্ষিণ কোরিয়া সফরেও ভারতবাসীর 'অপমান' করেছেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহি, কানাডা সর্বত্রই এক ঘটনা ঘটে বলে অভিযোগ খাড়্গের। সঙ্গে প্রশ্ন, 'আমরা এই দেশে জন্মে কী এমন অপরাধ করেছি?' লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর স্পষ্ট বক্তব্য, 'সাহস থাকলে সংসদে আসুন। সেখানে রাহুল গাঁধীও থাকবেন, মোদিজিও থাকুন। দেশবাসী ফয়সালা করবেন, রাহুল ভুল করেছেন কিনা।' কংগ্রেসের দাবি, আদানি-ইস্যু থেকে নজর ঘোরাতেই এই সব করছে বিজেপি। এই দিন সেই ইস্যুকেই হাতিয়ার করে রাজ্যসভা মুলতুবি প্রস্তাব দেন আপ সাংসদ। 









চুপ নেই বিজেপিও...
হাত গুটিয়ে বসে নেই বিজেপি শিবিরও। গত কাল পোস্টার-স্লোগানে সরব হতে দেখা গেল রাজ্য বিজেপিকে। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে এদিনের বিক্ষোভে। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদাররা এই বিক্ষোভে অংশ নেন। মূল প্রশ্ন ছিল একটাই, যেখানে এত বড় দুর্নীতির অভিযোগ সেখানে মুখ্য়মন্ত্রী কেন জবাব দিচ্ছেন না? বিষয়টি নিয়ে যে লোকসভা-রাজ্যসভাতেও বঙ্গ বিজেপি সরব হবে, সে কথাও জানানো হয়েছে। বস্তুত, গত কয়েক দিন ধরেই বিদেশে রাহুল গাঁধীর মন্তব্য ঘিরে তোলপাড় সংসদ। বিজেপির দাবি, ওয়েনাড়ের সাংসদকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। সেই দাবি পত্রপাট খারিজ করেছে হাতশিবির।  


আরও পড়ুন:চর্চায় সিভিক স্যর, রোদ-জল-বৃষ্টি ভেজা আন্দোলনকারীদের নিয়ে কেন উদাসীন সরকার ? বিভিন্ন মহলে প্রশ্ন