অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : হোলির আগে সুখবর। ভারতীয় রেলওয়ে খুব শীঘ্রই অসংরক্ষিত কোচ ফিরিয়ে আনছে। যে সব যাত্রী হোলির জন্য নিজ শহরে ফিরতে চান তাঁদের জন্য এটি একটি বড় আনন্দ সংবাদ নিঃসন্দেহে। কোভিড মহামারীকালে এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচগুলির জন্য বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এখন, অসংরক্ষিত কোচগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল।
সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন। কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সব এক্সপ্রেস ট্রেনেই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এখন আর স্টেশনে পৌঁছে জেনারেল কম্পার্টমেন্টের জন্য টিকিট পেতে যাত্রীদের কোনও সমস্যা হবে না। এই পদ্ধতিটি কার্যকর হওয়ার পরে, দ্বিতীয় শ্রেণীর বগিতে ভ্রমণকারী যাত্রীরা প্রাক-করোনাকালের মতোই স্টেশনে পৌঁছানোর পরে টিকিট কিনতে পারবেন।
করোনা থাবা (Covid-19) বসানোর পর বেশ কিছুকাল সব রকম ট্রেন পরিষেবা বন্ধ ছিল। শুধু চলছিল পণ্যবাহী ট্রেন। পরবর্তী কালে পরিযায়ীদের ঘরে ফেরার সুবিধার্থে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু হয় । এরপর যখন সর্বসাধারণের জন্য দূরপাল্লার ট্রেন চালু হয়। তখন অসংরক্ষিত কোচকে সংরক্ষিত করে দেওয়া হয়।কারণ সেই সময় অসংরক্ষিত কোচ হলে ভিড়ের চাপ সামলানো যাচ্ছিল না। তারপর বছরাধিক সময় গড়িয়ে গিয়েছে। অবশেষে কোভিড পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েওছে তিনটি তরঙ্গ পার করে। তাই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিল রেল।
গত ১৭ ফেব্রুয়ারি, লোকাল ট্রেনের ক্ষেত্রে নতুন সময়সূচি চালু হয়। আগের মতোই রাত অবধি চলবে লোকাল ট্রেন চালানোর কথা জানায় পূর্ব রেল। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে, করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। নাইট কার্ফুর মেয়াদ করা হয় রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। এই প্রেক্ষাপটে ট্রেনও চলবে আগের মতোই। রাজ্যের নির্দেশ মতো লোকাল ট্রেনে ৭৫ শতাংশ যাত্রী উঠতে পারবেন বলে জানায় পূর্ব রেল।