Share Market Update: টানা উত্থানের পর বড় পতন। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ধস নামল বাজারে। সবথেকে বড় ক্ষতি হয়েছে সেনসেক্সে। প্রথম থেকেই চরম অস্থিরতা ছিল বাজারে।
 
Stock Market Crash: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?
আজ সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ারবাজার হতাশার সাক্ষী থেকেছে। ব্যাঙ্কিং শেয়ার বিক্রি ও বাজারে প্রফিট বুকিংয়ের কারণে ব্যাপক পতনের মধ্য দিয়ে বন্ধ হয়েছে শেয়ারবাজার। আজকের ট্রেডিং শেষে, বিএসই সেনসেক্স প্রায় 700 পয়েন্ট কমে 61,054 পয়েন্টে নেমেছে, যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 187 পয়েন্ট কমে 18,069 পয়েন্টে দৌড় থামিয়েছে।


Share Market Update: কোন সেক্টরের কী অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে ব্যাঙ্ক নিফটি 2.34 শতাংশ বা 1025 পয়েন্ট কমে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটির কারণে বাজারে এই বিক্রি দেখা গেছে। এর বাইরে আইটি, ফার্মা, মেটাল, মিডিয়া, এনার্জি, হেলথ কেয়ার, তেল ও গ্যাস খাতের স্টক বন্ধ হয়েছে। যদিও উপভোক্তা, এফএমসিজি ও অটো সেক্টরের শেয়ারে উচ্ছ্বাস দেখা গেছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতেও প্রফিট বুকিং দেখ গেছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 10টি শেয়ার লাভের সঙ্গে বন্ধ হয়েছে। বাকি 20টি শেয়ার পতনের সাথে ক্লোজ হয়েছে। নিফটির 50টি শেয়ারে ২০টি লাভের সাথে বন্ধ হয়েছে বাকি 30টি শেয়ার পতনের মুখ দেখেছে।


Stock Market Crash: জিরো বাজারে হিরো স্টকগুলি


আজকের ট্রেডিংয়ে টাইটান 2.46 শতাংশ, মারুতি সুজুকি 1.43 শতাংশ, নেসলে 1.36 শতাংশ, আইটিসি 1.02 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.98 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্ক 5.90 শতাংশ, এইচডিএফসি 5.63 শতাংশ পতনে থেমেছে।


Share Market Update: বিনিয়োগকারীদের সম্পদ হ্রাস


শেয়ারবাজারে দরপতনের কারণে আজকের ব্যবসায় বিনিয়োগকারীদের সম্পদে ধস নেমেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ হয়েছে 273.76 লক্ষ কোটি টাকা, যা বৃহস্পতিবার ছিল 275.16 লক্ষ কোটি টাকা৷ অর্থাৎ আজকের বাণিজ্যে বিনিয়োগকারীদের সম্পদে 1.40 লক্ষ কোটি টাকার পতন হয়েছে।


Adani Group Stocks: হিন্ডেনবার্গ রিপোর্টের কোনও প্রভাব পড়ল না কোম্পানির মুনাফায়। উল্টে বছরের চতুর্থ ত্রৈমাসিকে দ্বিগুণের বেশি লাভ করল কোম্পানি। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৭২২ কোটি টাকা লাভ করেছে কোম্পানি।


Adani Enterprises Q4 Profit: কোন অঙ্কে বাজিমাত ?
আদানি এন্টারপ্রাইজ লিমিটেড বৃহস্পতিবার জানিয়েছে, তাদের ত্রৈমাসিক মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে।  মূলত,  কয়লার বিভাগে ভাল ব্যাবসার কারণে এই লাভ করতে পেরেছে কোম্পানি। গত ৩১ মার্চ কোম্পানির শেষ চতুর্থ ত্রৈমাসিকে মুনাফা ছিল ৭.২২ বিলিয়ন। যা এক বছর আগে ঠিক এই ত্রৈমাসিকে ৩.০৪ বিলিয়ন ছিল৷ কোম্পানি জানিয়েছে, আদানি এন্টারপ্রাইজের প্রধান কয়লা ব্যবসায় সুদ, কর,ডেপ্রিসিয়েশন শোধ (EBITDA) এর আগে আয়ের ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন : Bank Working Hours: ৫ দিন কাজ ২ দিন ছুটি, ব্যাঙ্ক কর্মচারীদের জন্য নতুন নিয়ম