Share Market: সোমের শুরুতেই বড় ধস নামল বাজারে। আইটি স্টকে বড় পতনের কারণে ভারতের শেয়ার বাজারে দেখা গেল এই পতন। বিনিয়োগকারীদের আশঙ্কা, সোমের পর মঙ্গলেও বজার থাকতে পারে পতনের ধারা।  


Stock Market Closing: আজ কী অবস্থা হয়েছে বাজারে ?
তিন দিনের ছুটির পর, চলতি সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। ইনফোসিসের নেতৃত্বে আইটি শেয়ারের ব্যাপক পতনের কারণে বাজারে এই ধস নেমেছে। যদিও পরে বাজারও নিম্নস্তর থেকে অনেকটাই নিজেকে সামলে নিয়েছে। এক সময় সেনসেক্স 1000 পয়েন্ট কমে যায়। নিফটি 254 পয়েন্ট কমে গেলে ব্যাঙ্কিং ও এফএমসিজি স্টক কেনার কারণে বাজার পুরনো গতিতে কিছু ফেরে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 520 পয়েন্ট কমে 59,910-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 121 পয়েন্টের পতনের সঙ্গে 17,706 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market: সেক্টরের অবস্থা কী ছিল ?
আজকে ব্যাঙ্কিং, এফএমসিজি, এনার্জি, অটো, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরেবলসের মতো সেক্টরের শেয়ার দর বেড়েছে। আইটি, ফার্মা, হেলথকেয়ারের মতো খাতের শেয়ার দরপতনের সঙ্গে বন্ধ হয়ে গেছে। নিফটি আইটি সূচক 4.71 শতাংশ বা 1334 পয়েন্টের পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বিনিয়োগ দেখা গেছে, স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকের শেয়ারে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 16টি ওপরে এবং 14টি নিচে বন্ধ হয়েছে। নিফটির 50টির মধ্যে 31টি স্টক লাভের সাথে এবং 19টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে।


Stock Market Closing: আজকের বুলিশ স্টক


আজকের ট্রেডিং ডে-তে Nestle 4.03 শতাংশ, পাওয়ার গ্রিড 2.29 শতাংশ, SBI 2.04 শতাংশ, IndusInd Bank 1.37 শতাংশ, Kotak Mahindra 1.31 শতাংশ, UltraTech Cement 1.26 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে৷ যেখানে ইনফোসিস 9.40 শতাংশ, টেক মাহিন্দ্রা 5.25 শতাংশ, এইচসিএল টেক 2.72 শতাংশ কমেছে।


Share Market: বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে
আজকের ট্রেডিং সেশনেও বিনিয়োগকারীদের সম্পদের পরিসংখ্যানে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে 265.94 লাখ কোটি টাকা, যেখানে আগের ট্রেডিং সেশনে এটি ছিল 265.93 লাখ কোটি টাকা। তব আগামীকালের বাজার নিয়ে ততটা আশাবাদী নয় বিনিয়োগকারীরা। আইটির এই পতন আরও ভোগাতে পার বলে আশঙ্কা করছে বাজার বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে অন্য সেক্টর সেভাবে কেনাকাটা না হলে বাজারে ফের পতনের মুখ দেখতে পারে।


আরও পড়ুন : TRAI New Rules: স্প্যাম কল সহজেই চিনতে পারবেন, কোম্পানিগুলিকে দেওয়া হচ্ছে একই সিরিজের নম্বর