Share Market Update: মাঝে আর কিছুদিনের অপেক্ষা। নতুন অর্থবর্ষ শুরু হতেই বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) আর্থিক নীতি সম্পর্কিত বৈঠক। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ফের একবার দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রেপো রেট বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। মঙ্গলবার সেই আশঙ্কায় অস্থিরতা বজায় রইল ভারতীয় শেয়ার বাজারে।   


Stock Market Closing: আজকের বাজারে কী অবস্থা ছিল ?
আজকের ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ারবাজারে ফের পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের কারণে বাজার নেমেছে অনেকটাই। যদিও সেনসেক্স-নিফটি দিনের শেষে ছোট অঙ্কের পতনের সঙ্গে বন্ধ হয়েছে। কিন্তু বাজারে পতন হয়েছে ব্যাপক। এই পতনের কারণে স্মল ক্যাপ ও মিড ক্যাপে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। আজকের ট্রেডিং শেষে BSE সেনসেক্স 40 পয়েন্ট কমে 57,613-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 34 পয়েন্ট কমে 16,951 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: আজ কোন খাতের কী অবস্থা ছিল ?


আজকের বাণিজ্যে কেবল ব্যাঙ্কিং স্টকগুলি লাভের মুখ দেখেছে। যেখানে আইটি, অটো, মেটাল, এনার্জি, এফএমসিজি, তেল ও গ্যাস সেক্টরের শেয়ারগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকও কমেছে। 50টি নিফটি স্টকের মধ্যে 18টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে, সেখানে 32টি লোকসানের সঙ্গে দৌড় থামিয়েছে৷ 30টি সেনসেক্স স্টকের মধ্যে, 11টি লাভের মুখ দেখতে পেরেছে। পাশাপাশি 19টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে৷ সবমিলিয়ে মোট 3644টি শেয়ারে লেনদেন হয়েছে, যার মধ্যে 2500টি শেয়ার লাভে ও 1045টি শেয়ার লোকসানে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কোন স্টকের কী অবস্থা ?
আজকের ব্যবসায় IndusInd ব্যাঙ্ক 2.13 শতাংশ, পাওয়ার গ্রিড 1.20 শতাংশ, HDFC ব্যাঙ্ক 1.06 শতাংশ, NTPC 0.61 শতাংশ, রিলায়েন্স 0.47 শতাংশ, টাটা স্টিল 0.20 শতাংশ কমেছে৷ পতন থেকে বাদ পড়েনি টেক মাহিন্দ্রা 2.90 শতাংশ, টাটা মোটরস 2.29 শতাংশ, ভারতী এয়ারটেল 1.94 শতাংশ কমেছে।


Share Market Update: বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতি


আজ ভারতীয় স্টক মার্কেটের পতনের কারণে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। কেবল স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টক নয়, BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 252 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা সোমবার 253.51 লক্ষ কোটি টাকা ছিল৷ আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা 1.51 লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।


আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে