শ্রীনগর : ফের উত্তপ্ত ভূস্বর্গ (  Jammu and Kashmir ) । চলল গুলির লড়াই । আবারও জম্মু কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর ( security forces)। খতম হল ৩ জইশ জঙ্গি (terrorist)। এদের মধ্যে একজন পাক নাগরিক!

পুলওয়ামার চন্দনগামে জইশ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান ( cordon and search operation ) চালায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী। গুলিতে নিহত হয় তিন জঙ্গি। AK রাইফেল, কার্বাইন-সহ উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র। 





২০২১ এ বর্ষশেষেও জম্মু কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে ভারতীয় সেনাবাহিনীর বড়সড় সাফল্য পায়। অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে নিহত হয় ৬ জইশ জঙ্গি। নিহতদের মধ্যে দুই পাক জঙ্গিও ছিল। অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত হন এক সেনা জওয়ান। আহত হন আরও দুই জওয়ান। পুলিশ সূত্রে খবর, ওইদিন কাশ্মীরের দুই জেলায় অভিযান চালায় পুলিশ ও সেনার যৌথ বাহিনী। অনন্তনাগের নওগাঁও শাহবাদ এলাকায় অপারেশন শেষ হওয়ার পর, কুলগামের মিরহামায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জইশ জঙ্গির।