বেঙ্গালুরু : দেশজুড়ে ওমিক্রন আতঙ্ক বাড়ছে। সংক্রমণও। আজই দিল্লিতে দেশের পঞ্চম ওমিক্রন ভ্যারিয়ন্টে আক্রান্তের হদিশ মেলে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়ে কর্ণাটকের স্কুলে একসঙ্গে ২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। কর্ণাটকের শিবমোগ্গার একটি বেসরকারি নার্সিং স্কুলের ঘটনা। একথা জানিয়েছেন শিবমোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবকুমার। তিনি জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।
তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা করছি। তাতে দেখা গেছে, যাঁরা বিভিন্ন জায়গায় থেকে ওই বেসরকারি স্কুলে আসে, তাদের মধ্যে কয়েক জন করোনায় আক্রান্ত। আমরা হস্টেল চত্বর সিল করে দিয়েছি। ওই প্রতিষ্ঠানের ২৯ জন ছাত্র করোনায় সংক্রমিত।
এদিকে কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ঘোষণা করেছেন, যে সব এলাকায় তিন বা তার বেশি জন সংক্রমিত রয়েছেন, সেইসব জায়গাকে ক্লাস্টার ঘোষণা করা হবে। উল্লেখ্য, শনিবার কর্ণাটকে করোনায় আক্রান্ত হন ৩৯৭ জন। সুস্থ হয়ে ওঠেন ২৭৭ জন এবং মৃত্যু হয় চার জনের।
দিন কয়েক আগে কর্ণাটকে দুই ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাঁদের মধ্যে একজন কর্ণাটকের বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি আগেই করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। তাঁর কোনও ভ্রমণের ইতিহাসও নেই। ৪৬ বছরের ওই চিকিৎসকের জ্বর ও গায়ে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল। অন্য আর এক আক্রান্ত ৬৬ বছরের দক্ষিণ আফ্রিকার নাগরিক। কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়েই তিনি ভারতে এসেছিলেন।
এদিকে রাজধানী দিল্লিতে আজ প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ পাওয়া গেছে। এপর্যন্ত ওমিক্রনে দেশে মোট পাঁচ জন আক্রান্ত। এর আগে কর্ণাটক, গুজরাত, মহারাষ্ট্রে ওমিক্রন-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। গুজরাতের জামনগরে জিম্বাবোয়ে ফেরত একজনের শরীরে ওমিক্রন ভাইরাসের হদিশ মেলে। মুম্বইয়ে খোঁজ মেলে এক আক্রান্তের। ওমিক্রন ভ্যারিয়ন্টের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।