নয়াদিল্লি: যারা শহরে থাকেন। তাঁদের অনেকেরই বাড়ির কাছে রয়েছে কোভিড টিকাকেন্দ্র। যারা গ্রামে থাকেন, তুলনায় কম হলেও তাঁদেরও কোভিড টিকা (covid vaccine) নিতে এখন আর খুব দূরে যেতে হয় না। কিন্তু একবার ভাবুন, সেই জওয়ানদের কথা যাঁরা পাহাড়ের ঢালে বা বরফে ঢাকা সীমান্তে দিনভর অতন্দ্র প্রহরায় রয়েছে। তাঁদের কাছে কী ভাবে পৌঁছনো হচ্ছে কোভিড টিকা? 


ওই কাজেই ভারতীয় সেনাবাহিনীর (indian army) ভরসা হয়ে উঠেছে ড্রোন। কাশ্মীরের দুর্গম এলাকায় মোতায়েন থাকা সেনাবাহিনীর জন্য সেই ড্রোনের (drone) মাধ্যমেই কোভিড টিকার বুস্টার ডোজ পাঠাচ্ছে সেনাবাহিনী। ড্রোনের মাধ্যমেই পাঠানো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত নানা প্রয়োজনীয় সামগ্রীও। সেই কাজেরই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেনার পক্ষ থেকে। 
এই প্রক্রিয়াটি মিশন সঞ্জীবনী (mission sanjeevani) প্রকল্পের অধীনে হয়েছে। ভিডিওটির শুরুতেই সেই বার্তা দেওয়া হয়েছে। কীভাবে গোটা কাজটি করা হয়েছে, তা ওই ভিডিওতে খুবই সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, গোটা প্রক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিক। তারপরে দেখা যাচ্ছে, বরফ সরিয়ে গোটা জায়গাটি সাফাই করছেন সেনাকর্মীরা। শেষে রয়েছে ড্রোনে টিকার বাক্স তোলা এবং ড্রোন ওড়ানোর মুহূর্ত। কোভিড টিকা নিয়ে ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছেছে ড্রোন। তারপর ফিরিয়ে আনা হয়েছে আগের জায়গায়। টিকাগুলি এমন ভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে যাতে সেগুলির কোনওরকম ক্ষতি না হয়।


বিভিন্ন সময় বিভিন্ন দেশে নানাকাজে ড্রোন প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।  বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় আহত ও আটক ব্যক্তিদের খোঁজ করার জন্য ব্যবহার হয় ড্রোন। সামরিকভাবেও ড্রোন ব্যবহৃত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে ড্রোনের এই অভিনব ব্যবহার তারিফ কুড়িয়েছে সাধারণ নাগরিকদের। ভিডিওটিতে বন্যা বয়েছে লাইক ও শেয়ারের। কাশ্মীরের ওই দুর্গম অঞ্চলে, শুধুমাত্র বাহিনীর কাজেই নয়, সাধারণ বাসিন্দাদের নানা প্রয়োজনেও বারবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা।


আরও পড়ুন: প্রবল তুষারধসে আটকে পড়া ৩০ জন সাধারণ নাগরিককে উদ্ধার ভারতীয় সেনার