Union Budget 2023-24: মাঝে আর এক সপ্তাহের অপেক্ষা। ১ ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে এখন চলছে শেষের দিকের প্রস্তুতি। জেনে নিন,  আম আদমির স্বপ্নপূরণে বাজেট তৈরিতে  টিম নির্মলায় রয়েছেন কাঁরা।


Budget 2023-24: নির্মলা সীতারমনের সামনে কী চ্য়ালেঞ্জ ?
সম্প্রতি ডলারের তুলনায় কমে গিয়েছে টাকার মূল্য। বেকারত্বের পাশাপাশি মধ্যবিত্তের আয়কর ছাড় নিয়ে চিন্তিত অর্থমন্ত্রী। কয়েকদিন আগেই আয়কর ছাড়ের বিষয়ে নতুন ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে দেশবাসীর স্বপ্নপূরণে ইতিমধ্য়েই বেশকিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন নির্মলা সীতারমন। বিশ্ববাজারের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে নিত্যদিন অস্থিরতা দেখা দিয়েছে অপরিশোধিত তেলের দামে। 'টিম নির্মলা'য় ভর করে এবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে চলেছে বাজেটের এই স্থপতিরা।


Budget 2023-24: টিভি সোমানাথন, অর্থ সচিব
তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭-ব্যাচের আইএএস অফিসার এই ব্যক্তি। এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্পোরেট বিষয়ক মন্ত্রক ও প্রধানমন্ত্রীর অফিসে (PMO)যুগ্ম সচিব ছিলেন সোমানাথন। তাঁর নেতৃত্বে  রাজ্যগুলির মূলধন বৃদ্ধির প্রচেষ্টা চলছে। সোমানাথন অর্থনীতিতে ডক্টরেট ছাড়াও অতীতে একজন যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হওয়ার নিদর্শন দেখিয়েছেন। হিসাবরক্ষক ও কোম্পানি সচিবের দায়িত্বও সামলেছেন তিনি।


অজয় শেঠ, অর্থনীতি বিষয়ক সচিব
কর্ণাটক ক্যাডারের ১৯৮৭-ব্যাচের আইএএস অফিসার অর্থমন্ত্রীর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অজয় শেঠ। বাজেট বিভাগের সব ডেটা একত্রিত করে নজরে রাখছেন তিনি । G20 সেন্ট্রাল ব্যাঙ্ক ছাড়াও অর্থমন্ত্রীর বৈঠকের সহ-সভাপতির অতিরিক্ত দায়িত্বও রয়েছে শেঠের ওপর।


Union Budget 2023-24: তুহিনকান্ত পান্ডে, সেক্রেটারি অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM)
বিশ্বের ভূ-রাজনৈতিক প্রভাব পড়েছে ভারতের ওপর। যার ফলে বদলে গিয়েছে দেশের অর্থনৈতিক পরিবেশ। যার জেরে সাম্প্রতিক বছরগুলিতে সরকার তার বিনিয়োগ লক্ষ্যমাত্রা কমিয়েছে। করোনা মহামারী দেশের এই আর্থিক পরিকল্পনায় আঘাত হেনেছে। টিম নির্মলার এই সদস্যের ওপর দায়িত্ব বর্তেছিল এয়ার ইন্ডিয়া বিক্রয় তত্ত্বাবধানের। যা সুনিপুণভাবে পালন করেছেন তিনি।


সঞ্জয় মালহোত্রা, রাজস্ব সচিব
রাজস্থান ক্যাডারের ১৯৯০-ব্যাচের আইএএস অফিসার সঞ্জয় মালহোত্রাকে সম্প্রতি ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগ থেকে রেভিনিউ বা রাজস্ব বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে  তিনি রাজস্ব বৃদ্ধি, বিশেষ করে জিএসটি ক্ষতিপূরণ সম্পর্কিত বিষয়ের দায়িত্ব পালন করছেন। 


বিবেক জোশ, সচিব,ফিন্যান্সিয়াল সার্ভিস
ব্যাঙ্কিং সেক্টর পরিচালনাকারী মন্ত্রকের নতুন মুখ বিবেক জোশি। গত বছরের অক্টোবরে সঞ্জয় মালহোত্রার উত্তরসূরি হিসাবে এসেছিলেন হরিয়ানা ক্যাডারের ১৯৮৯-ব্যাচের এই আইএএস অফিসার। জোশি জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে এমএ ও পিএইচডি করেছেন।


ভি. অনন্ত নাগেশ্বরন, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা
ভি. অনন্ত নাগেশ্বরণ 2022-23 সালের বাজেট পেশ করার কয়েকদিন আগে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (CEA) হয়েছিলেন। তিনি 2022-23 সালের জন্য অর্থনৈতিক সমীক্ষার খসড়া তৈরি করবেন, যা 31 জানুয়ারি সংসদে পেশ করা হবে। নাগেশ্বরন ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে পিএইচডি করেছেন। এ ছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), আহমেদাবাদ থেকে এমবিএ করেছেন।


Union Budget 2023: বাজেটে আয়করের নিয়মে বড় পরিবর্তন ? এই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী