এই প্রথম লাদাখের মতো এলাকায় আয়োজন করা হচ্ছে হিমালয়ান চলচ্চিত্র উৎসব। হিমালয়ের সংস্কৃতি সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। লাদাখের রাজধানী লেহ-তে 'দ্য হিমালয়ান ফিল্ম ফেস্টিভাল ২০২১' (THFF)-এর প্রথম সংস্করণ আয়োজিত হবে বলে জানান হয়েছে। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত লেহ-তে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সে রাজ্যের প্রশাসনের তরফে টুইটারে এই তথ্য জানান হয়েছে।


তথ্যসচিব পদ্মা আংমো বলেন, "এই সিনেমা উৎসবের উদ্দেশ্য হল স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের প্রচার এবং লাদাখকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা। পর্যটনের বাইরেও এই সকল অঞ্চলে ছবির শুটিংও করা যেতে পারে। একটি ইন্টারেক্টিভ এবং এক্সপোজার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে লেহ-তে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে।



তথ্যসচিব এও জানান, অসম, সিকিম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং লাদাখের মতো হিমালয় রাজ্যের জনপ্রিয় চলচ্চিত্র দেখানো হবে। ভারতীয় সিনেমার নির্বাচিত সিনেমাও প্রদর্শিত হবে সেখানে। উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা যাতে এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের থেকে আরও কাজ শিখতে পারেন, উদ্বুদ্ধ হন, সেইকারণে মাস্টারক্লাস এবং কথোপকথন সেশনের আয়োজন করা হবে।


প্রসঙ্গত, করোনার মধ্যেও লাদাখের দরজা খোলা রয়েছে পর্যটকদের জন্য। তবে থাকতে গেলে মানতে হবে কোভিড বিধি। আরটিপিসিআর-এর নেগেটিভ টেস্ট রিপোর্টও বাধ্যতামূলক। দিল্লি থেকে লেহ-তে নিয়মিত বিমানও যাচ্ছে। জামিরা মসজিদ থেকে স্পিতুক গুম্ফা, পর্যটকদের জন্য দর্শনীয় সব স্থানই খোলা রয়েছে লাদাখে।   



পদ্মা অ্যাংমো এও বলেন, "ভারতের হিমালয় অঞ্চলের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের স্বীকৃতি দেওয়ার জন্য, এই অঞ্চলের নিম্নমানের চলচ্চিত্র নির্মাতা সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করার জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্রের জন্য একটি প্রতিযোগিতা বিভাগও  থাকবে।"