আলিগড় :  তখন সকাল ১০টা। সবে শুরু হয়েছে ক্লাস । এমন সময়ে ক্লাসঘরে চিতাবাঘের হানা। হাড়হিম করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কলেজে। চিতাবাঘের আক্রমণে জখম এক পড়ুয়া। গতকাল চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজে (Chaudhary Nihal Singh Inter College) ক্লাস চলাকালীন ঢুকে পড়ে চিতাবাঘ ( leopard )।


আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন পড়ুয়ারা। ফাঁকা ক্লাসরুমে বেশ খানিকক্ষণ টহল দেয় চিতাবাঘ। আচমকা সামনে এসে পড়ায় এক পড়ুয়াকে আক্রমণ করে চিতাবাঘটি। হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। 


হঠাৎ করেই চিতাবাঘের আক্রমণের কথা শুনে কলেজ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারাত্মক জখম ছাত্রকে দেখতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে চিৎকার করে ছুটে আসেন। কলেজ গেটের কাছে হুড়োহুড়ি পড়ে যায় বেরনোর চেষ্টায়। আর তাতে পদদলিত হয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বন দফতরের কর্মীরা প্রায় ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। ঘটনাটি ঘটে বুধবার উত্তরপ্রদেশের আলিগড় জেলার চাররা থানা এলাকার চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজে।

আরও পড়ুন:


এনক্লোজারের পরিখা দিয়ে হাঁটছিলেন, একটু দূরেই পশুরাজ, তারপর যা ঘটল ...


ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা গিয়েছে একটি বাঘ নিঃশব্দে নিকটবর্তী একটি বন থেকে একটি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে এবং একটি ছাত্রেকে থাবা মারে। ওই ছাত্রের পিঠে ও হাতে গুরুতর চোট লাগে।  চিতাবাঘটি একটি শ্রেণীকক্ষে লুকিয়ে থাকায় অন্যান্য ছাত্র এবং শিক্ষকরা উচ্চস্বরে চিৎকার করতে শুরু করে এবং কলেজের অ্যালার্ম বাজতে শুরু করে। বিষয়টি জানতে পেরে কলেজ ম্যানেজমেন্ট তখনই পুলিশ ও বন কর্মকর্তাদের জানায়। কলেজে আসা বন আধিকারিকদের চিতাবাঘটিকে ধরার জন্য ৯ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালাতে হয়েছিল। সকাল ১০টায় অভিযান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়। 

অবশেষে ওয়াইল্ডলাইফ এসওএস নামে একটি এনজিও কর্মীদের সহায়তায় চিতাবাঘটিকে ধরা হয়। চিতাবাঘের হামলায় আহত ওই ছাত্রকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।