LIC Aadhaar Stambh Policy: অন্য বিমা কোম্পানির হাজার প্রলোভনের মাঝেও এলআইসি-র ওপর আস্থা রাখেন দেশের মানুষ। সময়ে সময়ে বিমাকারীদের সুবিধার্থে নতুন পলিসি নিয়ে আসে কোম্পানি। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে সংস্থার LIC আধার স্তম্ভ পলিসি।
LIC Policy: কী রয়েছে পলিসিতে ?
LIC আধার স্তম্ভ হল এমন একটি বিমা পরিকল্পনা যা সুরক্ষা ও সঞ্চয় উভয়ই দিয়ে থাকে। এটি কেবল পুরুষ আবেদনকারীদের জন্য আনা হয়েছে। মনে রাখবেন, এই পলিসি করতে আধার কার্ড বাধ্যতামূলক। 'ডেথ বেনিফিট', 'ম্যাচুরিটি বেনিফিট' ছাড়াও 'অ্যাড-অন রাইডার' সুবিধা দেয়। আপনি যদি এমন কোনও বিমা পরিকল্পনা খুঁজছেন যা সঞ্চয় ও সুরক্ষার সম্মিলিত সুবিধা দেয়, তাহলে LIC আধার স্তম্ভ আপনার জন্য সঠিক পরিকল্পনা। এটি একটি নন-লিঙ্কড, লাভ সহ এনডাউমেন্ট অ্যাসুরেন্স লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান যা কেবল আধার কার্ডধারী পুরুষ আবেদনকারীদের জন্য দেওয়া হয়। প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার আগে এখানে পলিসিধারকের আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে তাঁর নমিনি 'ডেথ বেনিফিট'-এর অধিকারী হবেন। এ ছাড়াও পলিসি হোল্ডার যদি পলিসির মেয়াদকালে বেঁচে থাকেন, তাহলে তিনি একটি ম্যাচুরিটি বেনিফিট
পাওয়ার অধিকারী হবেন। যা একবার দেওয়া হয়।
LIC Aadhaar Stambh Policy: এলআইসি আধার স্তম্ভের জন্য যোগ্যতা
১ প্ল্যানের ধরন: এটি একটি নন-লিঙ্কড, প্রফিট এনডাউমেন্ট অ্যাস্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। যা কেবল আধার কার্ডধারী পুরুষ আবেদনকারীদের জন্য পাওয়া যায়।
২ ন্যূনতম বয়স : এই প্ল্যানে আবেদন করার সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ৮ বছর হতে হবে
৩ সর্বোচ্চ বয়স: এই পলিসিতে প্রথমবার আবেদন করার সময় আবেদনকারীর বয়স ৫৫ বছরের বেশি হলে হবে না।
৪ সর্বোচ্চ ম্যাচুরিটির মেয়াদ: এই পলিসি পরিপক্কতার সময় আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৭০ বছরের বেশি হওয়া উচিত নয়
৫ ন্যূনতম নিশ্চিত রাশি: এই প্ল্যানের অধীনে দেওয়া মূল বিমার অর্থ হল ৭৫,০০০টাকা। সর্বোচ্চ মূল বিমার পরিমাণ ৩,০০,০০০ টাকা। পলিসির মেয়াদ এই পলিসি ১০ বছর থেকে ২০ বছর।
প্রিমিয়াম বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে প্রদান করা যেতে পারে। মাসিক ভিত্তিতে প্রিমিয়াম পেমেন্ট শুধুমাত্র NACH
পদ্ধতির মাধ্যমে দেওয়া যেতে পারে।
LIC Policy: ডেথ বেনিফিট
পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে যদি বিমাকারী ব্যক্তির মৃত্যু হয়, তবে তাদের মনোনীত ব্যক্তি মৃত্যু সুবিধার অধিকারী হবেন। তবে সেই ক্ষেত্রে সব বকেয়া প্রিমিয়াম শোধ করা হলেই পাবেন সব সুবিধা। মনে রাখবেন, 'ডেথ বেনিফিট' মৃত্যুর তারিখ পর্যন্ত দেওয়া মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের নিচে হবে না।
ম্যাচুরিটির সুবিধা
বিমাকারী ব্যক্তি যদি পলিসির মেয়াদে বেঁচে থাকেন ও সব বকেয়া প্রিমিয়াম পরিশোধ করে থাকেন, তাহলে ম্যাচুরিটি বেনিফিটের উপর বিমাকৃত অর্থ' পাওয়ার অধিকারী হবেন। ম্যাচুরিটির উপর বিমাকৃত রাশি' বেসিক বিমাকৃত রাশির সমান হবে।
অ্যাড-অন রাইডার
পলিসিধারকের কাছে LIC-এর অ্যাকসিডেন্ট বেনিফিট রাইডার (UIN: 512B203V02) নেওয়ার বিকল্প রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে এলআইসির অফিশিয়াল সাইট দেখে নিন।