LIC Investment In Adani Stocks: আদানি নিয়ে বিরোধীদের প্রশ্নবাণে চাপ বাড়ছিল সংসদে। আদানি গোষ্ঠীর শেয়ারে LIC-র বিনিয়োগ নিয়ে উঠছিল প্রশ্ন। যার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেও উঠেছে আঙুল। যা নিয়ে এবার মুখ খুলল সরকার।


LIC Update: এলআইসি নিয়ে কী বলল সরকার ?
ঘরে-বাইরে চাপের মুখে এবার বিরোধীদের আদানি প্রসঙ্গের উত্তর দিল সরকার। সংসদে সরকারের তরফে জানানো হয়েছে, আদানি গোষ্ঠীতে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনেই সব কাজ করেছে LIC। রাজ্যসভায় বিজেপি সাংসদ সুশীলকুমার মোদির লিখিত প্রশ্নের জবাবে আজ উত্তর দেয় মোদি সরকার। LIC-র আদানিতে বিনিয়োগ নিয়ে মুখ খোলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত কারাদ।


LIC Investment In Adani Stocks: মন্ত্রী জানান, LIC ১৯৩৮ সালের ইনস্যুরেন্স আইন মেনেই আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। যা ২০১৬ সালের IRDAI-এর নিয়ম নীতি মেনেই করেছে কোম্পানি। এই বিনিয়োগ সংক্রান্ত বেশিরভাগ তথ্য ইতিমধ্যেই সবার জন্য প্রকাশ্য়ে দেওয়া হয়েছে। কেউ চাইলেই তা দেখে নিতে পারেন।  


LIC On Adani Stocks: কী বলেছে এলআইসি ?
গত ৩০ জানুয়ারি এলআইসি একটি বিবৃতি জারি করেছে। যেখানে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে বিনিয়োগ সম্পর্কে স্পষ্ট করেছে কোম্পানি। এলআইসি জানিয়েছে, গত বেশ কয়েক বছরে এটি আদানি গ্রুপের কোম্পানির মোট ৩০,১২৯ কোটি টাকার শেয়ার কিনেছে, যার বাজার মূল্য ২৭ জানুয়ারি ২০২৩- তে ছিল ৫৬,১৪২ কোটি টাকা।


LIC-র মতে, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত শেয়ার ও ঋণ সহ কোম্পানির বিনিয়োগের মোট মূল্য ছিল ৩৫৯১৭.৩১ কোটি টাকা৷ এখনও পর্যন্ত আদানি গ্রুপে এলআইসির মোট বিনিয়োগ ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকা।


Share Market: গত শুক্রবার থেকেই একে একে সবুজে যাত্রা শুরু করেছিল আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ার (Adani Group Stocks)। হিনডেনবার্গের রিপোর্টের (Hindenburg Report)পর টানা ধসের মুখ দেখে আদানির গোষ্ঠীর সব স্টক। যদিও সোমবার থকেই ঘুরে দাঁড়াতে শুরু করে কিছু স্টক। মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে প্রায় ২৫ শতাংশ উঠে যায় আদানি এন্টারপ্রাইজ (Adani Enterprises)।


Adani Group Stocks: আদানিতে আস্থা ফিরছে বাজারের ?
গত সপ্তাহে টানা কয়েক লক্ষ কোটি টাকা হারানোর পর দুরন্ত গতি ধরেছে আদানি গ্রুপের কিছু স্টক। আজ বাজারে একটা সময় ২৫ শতাংশ ওপরে উঠে যায় আদানি গ্রুপের শেয়ার। বাজার শেষের সময়েও প্রায় একই গতি বজায় ছিল আদানির এই প্রথম সারির স্টকে। দিনের শেষে ১৪ শতাংশ ওপরে দৌড় থামায় আদানির বুলরা। আজ বাজারে ১৪.৬৪ শতাংশ বেড়ে যায় এই স্টক। মার্কেট শেষে স্টকের দাম দাঁড়ায় ১৮০২.৯৫ টাকা। সব মিলিয়ে ২৩০ টাকা বেড়ে যায় আদানি গ্রুপের এই ফ্ল্যাগশিপ শেয়ার।  


Adani Group Stocks: আদানি গ্রুপের স্টকে ' U' টার্ন ! ১৪ শতাংশ বাড়ল এই স্টক