Google Bard Chatbot: ওপেন আই-এর চ্যাটজিপিটিকে (OpenAI ChatGPT) রুখতে এবার পাল্টা চ্যাটবট নিয়ে এল গুগল। বাজারে এল গুগল বার্ড(Google Bard)প্রযুক্তি। মূলত, এলন মাস্কের চ্যাটজিপিটির ক্রমাগত উত্থান ঠেকাতেই এই প্রযুক্তি নিয়ে এসেছে কোম্পানি। জেনে নিন, দুই চ্যাটবটের লড়াইয়ে কাকে এগিয়ে রাখবেন আপনি।


OpenAI ChatGPT Vs Google Bard: কোন প্রযুক্তি বেশি উন্নত ?
ওপেন আই-এর চ্যাটজিপিটির মতো এটাও একটা চ্যাটবট, যা GPT-3.5 প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেই একই প্রযুক্তির ওপর নির্ভর করে LaMDA (Language Model for Dialogue Applications) চ্যাটবট তৈরি করেছে গুগল। যার নাম দেওয়া হয়েছে Google Bard। এর আগে কেবল 'টেস্ট কিচেন প্রোগাম'-এ এর পরীক্ষামূলক কাজ হয়েছে।


ChatGPT Update: চ্যাটজিপিটি চিন্তা বাড়িয়েছে গুগলের 
সম্প্রতি বিশ্বের কৃত্তিম বুদ্ধিমত্তার জগতে দুরন্ত গতিতে এগিয়েছে চ্যাটজিপিটি। এলন মাস্কের কোম্পানি ওপেন এআই-এর চ্যাটবট সামনে আনতেই চিন্তায় পড়ে যায় গুগল। মাত্র কয়েকদিনেই ১০ লক্ষের বেশি গ্রাহক হয়ে যায় এই চ্যাটবটেই। মূলত, গ্রাহকের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে সক্ষম এই প্রযুক্তি। যা গুগলের সার্চ ইঞ্জিনে সম্ভব নয়। 


একবার কিছু প্রশ্ন করতেই আপনাকে সেই সম্পর্কে কিছু লিঙ্ক দেয় গুগল। সেখান থেকে নিজে পড়ে কোনও বিষয় সম্পর্কে ধারণা করতে হয় আমাদের। সেখানে চ্যাটচজিপিটির রোবট আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে গবেষণাপত্রের মতো তথ্য় সরবরাহ করে। যা গুগলের সার্চ ইঞ্জিনের থেকে কয়েক ধাপ এগিয়ে। সম্প্রতি এই প্রযুক্তিগত অ্যাডভান্টেজ থেকেই এগিয়ে যায় চ্যাটজিপিট। সেই কারণেই বাজারে গুগল বার্ড এসেছে।


Google Bard Chatbot: কে এগিয়ে, কে পিছিয়ে ?
বর্তমানে চ্যাটজিপির গ্রাহক সংখ্যার দিকে তাকালে অনেকটাই এগিয়ে ওপেন এআই। ইতিমধ্যেই এই নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে গ্রাহকরা। সেখানে সবেমাত্র বাজারে এসেছে গুগল বার্ড। এখনও এর সেভাবে পরীক্ষা হয়নি। গুগলের দাবি, অদূর ভবিষ্যতে গুগল বার্ড হতে চলেছে বিশ্ব প্রযুক্তির অন্যতম কারিগর।  


Open AI: এদিকে কৃত্তিম বুদ্ধিমত্তার অন্যতম সেরা নিদর্শন হওয়ায় দ্রুত বাড়ছে ChatGPT-র ব্যবহারকারীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গত ইতিমধ্যেই ১০ লক্ষ ইউজার রেজিস্ট্রেশন হয়েছে এই চ্যাটবট প্লাটফর্মে। অতীতে এই ব্যবহারকারীর সংখ্যা পেতে কালঘাম ছোটাতে হয়েছে অন্য সামাজিক মাধ্যমগুলিকে। 


Money Transfer to Abroad: বিদেশে টাকা পাঠাতে চান ? কত লাখে কত ট্যাক্স কাটে সরকার, রইল নতুন নিয়ম