বেতুল(মধ্য়প্রদেশ) : প্রায়ই শ্বশুরবাড়ি আসতেন বোনের জামাই। এনিয়ে আপত্তি ছিল। তা সত্ত্বেও আসা-যাওয়া লেগেই ছিল জামাইয়ের। শেষমেশ রাগের বশে বোনের জামাইকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল বছর ২৫-এর এক যুবক। মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘটনা। বুধবার ঘটনার কথা জানায় পুলিশ।


আরও পড়ুন ; খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী ! থিয়েটার রোডে বৃদ্ধা খুনে হাড়হিম করা তথ্য


সোমবার রাতে জেলা সদর থেকে ৭৫ কিলোমিটার দূরে বিছুয়া জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। একথা জানান মুলতাই থানার ইন-চার্জ সুনীল লতা। মৃত ব্যক্তির নাম বিনোদ পান্দ্রে। ৩২ বছর বয়স। তিনি হীরাওয়াড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত যুবক দীপক কুমরে-র বোনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বাবা-মায়ের সঙ্গে থাকে দীপক। এদিকে প্রায়ই শ্বশুরবাড়ি আসতেন বিনোদ। এনিয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিল দীপক। যদিও তা সত্ত্বেও যাতায়াত লেগেই ছিল বিনোদের। 


আরও পড়ুন ; দমবন্ধ করে খুন করা হয় কলকাতার থিয়েটার রোডের বৃদ্ধাকে, তালিকা তৈরি হচ্ছে পরিচিতদের


দিনকয়েক আগে সস্ত্রীক শ্বশুরবাড়ি আসেন বিনোদ। যা নিয়ে সোমবার রাতে বাদানুবাদ শুরু হয় শ্যালক-ভগ্নিপতির মধ্যে। সেই সময় রাগের বশে বোনের জামাইকে্ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে অভিযুক্ত যুবক দীপক। ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে উত্তেজনা চলাকালীন মধ্যস্থতা করতে যান দীপকের বৃদ্ধা মা। সেই সময় তিনিও আঘাত পান। জখম হন তিনি।


আরও পড়ুন ; পেশাগত শত্রুতার জেরে ব্যবসায়ীকে খুন! গ্রেফতার পাঁচ অংশীদার


মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। এদিকে ময়নাতদন্তের পর বিনোদের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গেছে।  


আরও পড়ুন : কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি ও সঙ্গীকে আনা হল কলকাতায়