ইন্দোর : এনিয়ে টানা ছয় বার। দেশের সবথেকে পরিষ্কার শহরের পুরস্কার ( India's Cleanest City Award) ও স্বীকৃতি জিতে নিল ইন্দোর (Indore)। কিন্তু, কীভাবে এই সাফল্যের ধারাবাহিকতা ? সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, প্রত্যেক দিন শহরের ১৯০০ টন বর্জ্যপদার্থকে প্রক্রিয়াকরণ করে কোটি কোটি টাকা আয় হয় এবং বাসের জ্বালনির দিকে নজর রাখা হয়। আর এর হাত ধরেই এই সাফল্য।
শনিবারই কেন্দ্রীয় সরকারের তরফে বাৎসরিক পরিচ্ছন্নতা সংক্রান্ত পরিসংখ্যান ঘোষণা করা হয়। তাতে ইন্দোর দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর নির্বাচিত হয়েছে। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানের রয়েছে যথাক্রমে সুরাত ও নবি মুম্বই। এই তালিকায় আর যে শহরগুলি প্রথম দশে রয়েছে, সেগুলি হল- বিশাখাপটনম, বিজয়ওয়াড়া, ভোপাল, তিরুপতি, মাইসোর, নয়া দিল্লি ও অম্বিকাপুর।
দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পুরস্কার-প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরী। Swachh Survekshan Awards-এ 'বেস্ট পারফর্মিং স্টেট' হিসেবে দ্বিতীয় সেরার পুরস্কার তুলে নেয় ছত্তীসগঢ়। সবথেকে পরিষ্কার রাজ্যের ক্যাটেগিরতে সেরার পুরস্কার জিতে নেয় মধ্যপ্রদেশ। অনুষ্ঠানমঞ্চে কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ৮ বছর আগে সরকারি উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল পরিচ্ছন্নতা অভিযান। আজ দেশের সবথেকে বড় স্যানিটেশন সার্ভে Swachh Survekshan। ২০১৬ সালে দেশের ৭৩টি শহরে পাইলট প্রোজেক্ট হিসেবে এর শুরু হয়েছিল। ২০২২ সালে এসে ৪,৩৫৫টির বেশি শহর এতে অংশগ্রহণ করেছে।
ইন্দোরের সাফল্যের রহস্য-
এদিকে ইন্দোর টানা ছয় বার দেশের সবথেকে পরিচ্ছন্ন শহরের পুরস্কার জিতে নেওয়ায় স্বাভাবিকভাবেই এর সাফল্যের রহস্য নিয়ে শুরু হয়েছে চর্চা। আবর্জনাকে শুকনো এবং ভেজা বিভাগে বিভক্ত করা সাধারণ বিষয় হলেও, ইন্দোরে একটি সংগ্রহস্থলে ছয়টি বিভাগে পৃথকীকরণ করা হয়। মধ্যপ্রদেশের সবথেকে বড় এই শহরে ৩৫ লক্ষ বাসিন্দা রয়েছে। এছাড়া এই শহর রাজ্যের বাণিজ্যিক রাজধানী।
ইন্দোর পৌর নিগমের তরফে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মহেশ শর্মা জানান, আমাদের ৮৫০টি গাড়ি আছে। যেগুলি বাড়ি বাড়ি গিয়ে ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহ করে । তারপর ছয়টি বিভাগে আলাদা করা হয়।
ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ইনদওর, পুরস্কৃত করল পরিবেশ মন্ত্রক, দেখুন শীর্ষ ১০ শহরের তালিকা