গুয়াহাটি : আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা একনাথ শিণ্ডে (Eknath Shinde) শিবিরের। আজ আরও কয়েকজন বিধায়ক পৌঁছতে পারেন গুয়াহাটিতে (Guwahati)। এর জেরে বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৫০-এর বেশি।
শিণ্ডে-শিবিরের শক্তি-প্রদর্শন-
মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। তাঁদের সঙ্গে ৪৬ বিধায়কের সমর্থন আছে বলে দাবি করেছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের শিবির। এর মধ্যে শিবসেনার ৩৭ জন বিধায়ক এবং নির্দল ৯ জন।
গত ২০ জুন থেকে বিদ্রোহী বিধায়করা আশ্রয় নিয়েছেন গুয়াহাটির একটি হোটেলে। তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা ঠিক করার জন্য গত ২৩ তারিখে শিণ্ডেকে দায়িত্ব তুলে দিয়েছেন বিদ্রোহী বিধায়করা।
আরও পড়ুন ; "শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় এক মন্ত্রী", বিস্ফোরক সঞ্জয় রাউত
শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসতের দাবি, মহারাষ্ট্রের রাজনীতি থেকে শিবসেনাকে মুছে ফেলতে চাইছে কংগ্রেস ও এনসিপি। জোটসঙ্গীদের বিশ্বাসঘাতকতার কথা বারবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানাতে চেয়েছেন বিধায়করা। কিন্তু, তাঁরা সেকাজে ব্যর্থ হয়েছেন।
যদিও বিদ্রোহী বিধায়কদের মুম্বই ফিরে এসে উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছেন দলীয় নেতা সঞজয় রাউত।
তবে, দলের যে ক'জন নেতা এখনও উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছেন, সেই তালিকায় রয়েছেন সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে ঘোরতর রাজনৈতিক সঙ্কটের মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন শিবসেনার সঞ্জয় রাউত। বিজেপির এক কেন্দ্রীয়মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাঁর।
ট্যুইটারে সঞ্জয় রাউত লিখেছেন, বিজেপি-র এক কেন্দ্রীয়মন্ত্রী বলেছেন যে এমভিএ (মহা বিকাশ অঘাড়ি) সরকারকে বাঁচানোর চেষ্টা করা হলে, শরদ পাওয়ারকে বাড়ি ঢুকতে দেওয়া হবে না। এমভিএ সরকার থাকুক বা না থাকুক, শরদ পাওয়ারের বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
পাওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাঁর বক্তব্য, উনি (শরদ পাওয়ার) মহারাষ্ট্রের সন্তান। ওরা তাঁকে হুমকি দিচ্ছে। মোদিজি, অমিত শাহ- আপনারা শুনছেন ? আপনাদের মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন। আপনারা কি এধরনের হুমকি সমর্থন করেন ? মহারাষ্ট্র জানতে চায়।