মুম্বই: আর কোনও দর কষাকষি বা আপস নয়। নিজেকে শিবসেনার (Shiv Sena) প্রধান ঘোষণা করলেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। ৩৭ জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থনে তিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বলে জানালেন। সেই মর্মে বিধায়কদের স্বাক্ষরিত চিঠি পাঠিয়ে দিলেন মহারাষ্ট্র (Maharashtra Political Crisis) বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এবং বিধান পরিষদের সচিব রাজেন্দ্র ভগবতকে।


নিজেকে শিবসেনা প্রধান ঘোষণা শিন্ডের


বৃহস্পতিবার সন্ধেয় প্রথমে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবিরের তরফে ডেপুটি স্পিকারকে চিঠি দেওয়া হয়। তাতে বুধবার উদ্ধবের ডাকা বৈঠকে অনুপস্থিত ১২ জন শিবসেনা বিধায়কের সদস্য পদ বাতিলের জন্য জানানো হয় আর্জি। এর পরই ৩৭ জন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক স্বাক্ষরিত চিঠি প্রকাশ করেন একনাথ।  তাতে নিজেকে শিবসেনার পরিষদীয় দলের নেতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।  ভারতশ্বেত গোগাওয়ালেকে দলের চিফ হুইপ নিযুক্ত করার কথা জানিয়েছেন।



আরও পড়ুন: Mamata on Maharashtra Crisis: 'রাষ্ট্রপতি নির্বাচনে জেতার ক্ষমতা নেই, তাই মহারাষ্ট্রে সরকার ফেলতে উদ্যত বিজেপি', দাবি মমতার


ওই চিঠি প্রকাশের কিছু ক্ষণ আগেই এখটি জাতীয় দলের সমর্থন রয়েছে বলে ঘোষণা করেন শিন্ডে। সরাসরি কোনও দলের নাম না নিলেও, ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, "আমরা ঐক্যবদ্ধ। আমরাই জয়ী হব। একটি জাতীয় দল, পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া 'মহাশক্তি' রয়েছে। তাদের মতে, আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সবরকম ভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তারা।"


রাজ্যপাল, ডেপুটি স্পিকারকে চিঠি 


উদ্ধব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর  প্রথমে বিজেপি শাসিত গুজরাতে ঘাঁটি গেড়েছিলেন শিন্ডে। তার পর বিক্ষুব্ধদের নিয়ে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমের বিলাসবহুল পাঁচতারা হোটেলে গিয়ে ওঠেন। এই মুহূর্তে সেখানেই রয়েছেন তাঁরা। এ দিকে, বিজেপি-র তরফেও তৎপরতা দেখা গিয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা, যিনি শিন্ডে ঘনিষ্ঠ বলেও পরিচিত, সেই দেবেন্দ্র ফড়নবীশ দিল্লি উড়ে যাচ্ছেন বলে খবর মিলেছে। তাই শিন্ডের সঙ্গে বিজেপি-র বোঝাপড়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।