মুম্বই: সোমবার মহারাষ্ট্র সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে আরও দশ জনের দেহে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি। মহারাষ্ট্রে বর্তমানে ডেল্টা প্লাস আক্রান্তের সংখ্যা ৭৬ জন। 


ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্ট্রিগ্রেটেড বায়োলজিতে পাঠানো হয়েছিল নমুনা। সেখানের রিপোর্টে জানা গিয়েছে আরও দশ জনের দেহে মিলেছে এই ভাইরাসের স্ট্রেন। নতুন করে মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় ছ'জন, রত্নগিরিতে ৩ জন এবং সিন্ধুদুর্গ জেলায় একজনের দেহে পাওয়া গিয়েছে ভাইরাসের এই প্রজাতির উপস্থিতি। 


মহারাষ্ট্রে এই ভাইরাস প্রজাতির জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে দু'জন রত্নগিরির এবং একজন করে মুম্বই, বিড় এবং রায়গড়। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০০ জনের। মৃত্যু হার ২.১১ শতাংশ। সুস্থতার হার সেখানে ৯৬.৮৬ শতাংশ। 


সোমবার মহারাষ্ট্রে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮১১ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৬১ লক্ষ ৯৫ হাজার ৭৪৪ জন। মহারাষ্ট্রে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬২ হাজার ৪৫২ জন। 


এদিকে, দীর্ঘ পাঁচ মাস বাদে আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি দেখছে দেশ।  দৈনিক পরিসংখ্যানে বেশ কিছুটা স্বস্তিতে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই কমল কোভিড সংক্রমণ।  গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। অর্থাৎ প্রায় ১৫৪ দিন পর করোনা সংক্রমণ কমল এমন রেকর্ড হারে।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা হানায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯।