তিনদিনের সফরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল প্রত্যয়ী সুর । বললেন, ‘তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি’। তিনি আরও বলেন...
- ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম’
- ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উদ্বোধন করতে এসেছিলাম’
- ‘রেলমন্ত্রী থাকাকালীন আরও একবার এসেছিলাম’
- ‘কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইস চালুর সময় এসেছিলাম’
- ‘গোয়াতে নতুন সকাল আনতে হবে’
- ‘আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি’
- ‘আমিও গোয়ার সন্তান’
- ‘আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি’
- ‘তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়’
এরপর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তাঁর আমলে উন্নয়নের দিকটি তুলে ধরেন। তিনি বলেন - - তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে দারিদ্র্য কমেছে ৪০ শতাংশ’
- ‘বাংলায় আমরা কন্যা সন্তানদের সবাইকে স্কলারশিপ দিই’
- ‘পড়ুয়াদের ট্যাব, সাইকেল দিয়ে সাহায্য করা হয়’
- ‘গোয়ায় আসার আগে আমাদের পোস্টার বিকৃত করা হয়েছে’
- ‘ এসব করলে ভারত থেকে আপনারা মুছে যাবেন’
- ‘ আপনারা আমাদের বিশ্বাস করলে, লড়তে আমরা তৈরি’
- ‘বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা তৈরি’
- ‘গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর’
- কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না’
এরপর মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি। তারপর গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক। এরপর, গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে ৬টায়, গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি। ২০২২-এ গোয়ায় বিধানসভা ভোট। গোয়া দখলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, গোয়ার বিজেপি সরকার তৃণমূলকে রাজনৈতিক পর্যটক হিসেবে দেখছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাতে কীভাবে তৈরি গোয়া, ছবি পোস্ট করে জানাল তৃণমূল।