Maruti Cars: অপেক্ষার অবসান। বাজারে এল মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা। লঞ্চের আগেই এই গাড়িটির ৫৫ হাজারেরও বেশি ক্রেতা বুক করেছেন। পুজোর বাজারে ঘরে নিয়ে আসতে পারবেন এই গাড়ি।


Grand Vitara Feature: কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে ?
গ্র্যান্ড ভিটারাতে রয়েছে এই বিভাগের সেরা বৈশিষ্ট্য। এই গাড়িতে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের পাশাপাশি প্যানোরামিক সানরুফ, HUD, 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা, 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, 6 টি এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল সহ হিল-হোল্ড সহায়তা, ক্রুজ-কন্ট্রোল, পাওয়ার উইন্ডোজ পাবেন। 


Maruti Grand Vitara Launched: কেমন দেখতে এই এসইউভি
দেখতে গেলে এই গাড়িটি এখনও পর্যন্ত মারুতির সেরা দেখতে এসইউভির মধ্যে পড়ে । সাম্প্রতিক লঞ্চ হওয়া এই গাড়িটি কিছুটা টয়োটা হাইরাইডারের মতো দেখতে। এই গাড়িটিকে বিশেষ দেখাতে বডি ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, বিলাসবহুল ১৭ ইঞ্চির অ্যালয়-হুইলগুলিও এর চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।


Maruti Cars: কী ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে ?
 মারুতির এই গাড়িটি এখনও পর্যন্ত দেশীয় বাজারে সবচেয়ে বিলাসবহুল হাইব্রিড গাড়ি। এই গাড়িতে, ব্যাটারি পাওয়ার প্যাকের সঙ্গে ১৫ লিটারের পেট্রল-ইঞ্জিনের পরিবর্তে অ্যাটকিনসন সাইকেল মোটর ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্চ 114bhp শক্তি ও 122NM পিক-টর্ক তৈরি করবে। অন্যদিকে, ১৫ লিটারের NA ইঞ্জিন যা 101bhp শক্তি ও 136Nm পিক-টর্ক উৎপন্ন করে। এতে হালকা হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি অটো হুইল ড্রাইভ (AWD)বিকল্পও পায়। পাশাপাশি এতে একটি শক্তিশালী হাইব্রিড ও  হালকা হাইব্রিড  eCVT-তে ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশন দেওয়া হয়েছে । 


Grand Vitara Feature: কত দাম গাড়ির ?
মারুতি গ্র্যান্ড ভিটারার এগারোটি মডেল রয়েছে। যাতে হালকা হাইব্রিড ভেরিয়েন্টে ও শক্তিশালী হাইব্রিড চারটি ভেরিয়েন্টের বিকল্প রয়েছে। কোম্পানি 10.45 লক্ষ টাকা এক্স-শোরুম থেকে হালকা ভেরিয়েন্টের দাম শুরু করেছে। এর টপ ভেরিয়েন্টের দাম 17.05 লক্ষ টাকা এক্স-শোরুম রেখেছে কোম্পানি। এর শক্তিশালী হাইব্রিড মডেলগুলির দাম সম্পর্কে কথা বলা হলে, কোম্পানি এর দাম 17.99 লক্ষ টাকা থেকে 19.65 লক্ষ টাকা রেখেছে। এ সবই গাড়ির এক্স-শোরুম প্রাইস। মারুতি সুজুকির এই গাড়িটি সরাসরি হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস, এমজি হেক্টর, মাহিন্দ্রা XUV700, ভক্সওয়াগেন টিগুয়ান, স্কোডা কুশাক ও জিপ কম্পাসের মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।


আরও পড়ুন : New Volvo Cars: ভলভো আনল মাইল্ড হাইব্রিড এসইউভি, দেখে নিন ছবি


Car loan Information:

Calculate Car Loan EMI