Har Ghar Tiranga: তেরঙ্গায় শোভিত ফেসবুক-ট্যুইটার DP, স্বাধীনতার অমৃতকাল উদ্‌যাপন প্রধানমন্ত্রীর

Narendra Modi: মঙ্গলবার ফেসবুক, ট্যুইটার-সহ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পাল্টে জাতীয় পতাকা করলেন মোদি। 

Continues below advertisement

নয়াদিল্লি:  স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। তা উদ্‌যাপন করতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিও গৃহীত হয়েছে (Har Ghar tiranga)। এ বার তার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra Modi)। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় সরকারি ভবন, দফতর-সহ দেশের ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে (Indian National Flag)। সরকারি ওয়েবসাইটের অগ্রভাগে তেরঙ্গার ছবি রাখতে বলা হয়েছে। নাগরিকদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারেও তেরঙ্গার ছবি তুলে ধরতে উৎসাহিত করার কথা বলা হয়েছে। সেই মতোই মঙ্গলবার ফেসবুক, ট্যুইটার-সহ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পাল্টে জাতীয় পতাকা করলেন মোদি। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গায় শোভিত মোদির DP

এ দিন প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার পাল্টে ফেলে মোদি লেখেন, ‘আজ, ২ অগাস্ট একটি বিশেষ দিন। যে সময় আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি, জাতীয় পতকার সম্মানে দেশ #HarGharTiranga কর্মসূচির জন্য প্রস্তুত। নিজের সোশ্যাল মিডিয়া পেজের ডিসপ্লে পিকচার পাল্টে ফেলেছি আমি। আপনাদেরও তা করতে আহ্বান জানাচ্ছি’।

এ বছর স্বাধীনতা দিবসের আগে কেন্দ্রের তরফে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি গৃহীত হয়। এর আওতায়, অগাস্ট মাসে তিন দিন ধরে ঘরে ঘরে পতাকা ওড়ানো হবে তার আওতায়। সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত দফতর থেকে স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তরাঁ, শপিং মল, টোলপ্লাজা, থানায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে যোগদানে আগ্রহী করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ খোদ এর প্রস্তুতি পর্যালোচনা করে দেখেছেন ইতিমধ্যেই। স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনেই চালানো হবে এই কর্মসূচি।

এ নিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন শাহ। সেই নিয়ে ট্যুইটও করেন তিনি। লেখেন, ‘নাগরিকের মনে দেশভক্তির ভাবনা প্রবল করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় বিশেষ অভিযানের পরিকল্পনা করেছেন’।

আরও পড়ুন: Lok Sabha News: 'সরকার কি চায় কাঁচা সব্জি খেয়ে থাকি', বিতর্কের মাঝেই বেগুনে কামড় তৃণমূল সাংসদের

এই প্রকল্পের আওতায় আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তেরঙ্গা ওড়ানোর পরিকল্পনা রয়েছে। বেসরকারী সংস্থাগুলিকেও আহ্বান জানানো হয়েছে তাতে অংশ নিতে। এ ছাড়াও ২২ জুলাই থেকে সমস্ত সরকারি ওয়েবসাইটের অগ্রভাগে তেরঙ্গার ছবি রাখতে বলা হয়েছে। নাগরিকদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারেও তেরঙ্গার ছবি তুলে ধরতে উৎসাহিত করা হবে।

‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির আওতায় ২০ কোটি বাড়িতে পতাকা ওড়ানোর পরিকল্পনা

এই নিয়ে আগামী ৯ থেকে ১৫ অগাস্ট অভিযানে নামছে বিজেপি। চলতি সপ্তাহ থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে তারা। ১০ থেকে ১২ অগাস্ট দেশের প্রতিটি জেলায় তেরঙ্গা মিছিল করবে বিজেপি যুব মোর্চা। এর পাশাপাশি, ৭৬তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযান চালানো হবে। ১১ থেকে ১৫ অগাস্ট চলবে এই অভিযান। তার জন্য কেন্দ্রীয় কমিটিও গঠন করেছে বিজেপি।

Continues below advertisement
Sponsored Links by Taboola