নয়াদিল্লি : গুজরাতে মোরবি সেতু ( Gujarat Morbi Bridge

  )- বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৫। এখনও একজন নিখোঁজ। হাসপাতালে ভর্তি ১৪ জন।


মঙ্গলবার মোরবিতে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । আহতদের দেখতে যেতে পারেন হাসপাতালে। অন্যদিকে, এনডিআরএফের পাশাপাশি, উদ্ধারকাজে নেমেছে নৌসেনাও। গুজরাতের মোরবিতে ব্রিজ বিপর্যয়ের পরে তোলপাড় হয়ে গিয়েছে দেশের রাজনীতি। গুজরাতে একাধিক সভা করলেও,  সোমবার মোরবিতে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


গুজরাতে সামনেই বিধানসভা ভোট। বর্তমানে গুজরাতেই আছেন নরেন্দ্র মোদি। একের পর এক সভায় যোগ দিচ্ছেন তিনি। সোমবার দু’টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।  তাঁর মুখে উঠে আসে সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ। সোমবার প্রধানমন্ত্রী বলেন, ' আজ গুজরাত শোকে মূহ্যমান। দেশবাসী ভীষণ দুঃখ পেয়েছে। যে ঘটনা ঘটেছে, তাতে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে। চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। কাল মোরবিতে ভয়ঙ্কর, বেদনাদায়ক, মনটা ভীষণ খারাপ' 


গুজরাতে সেতু ভেঙে পড়ার ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে আছেন, ওরেভা সংস্থার ২ ম্যানেজার । সেতু মেরামতির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাবা ও তাঁর ছেলে, ৩ নিরাপত্তারক্ষী এবং ২ জন টিকিট বিক্রেতা। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। 


এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 


গুজরাতে ২৭ বছর ধরে ক্ষমতায় বিজেপি। যেখানে ব্রিজ ভেঙে পড়েছে, সেই মোরবি পুরসভাও বিজেপি শাসিত । এই অবস্থায় গুজরাতে প্রধান বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলছে, মোদির নিজের রাজ্যে বিজেপির এটা কোন উন্নয়ন মডেল? ভয়ঙ্কর সেতু দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, 
দীর্ঘ মেরামতির পর গুজরাতে মাত্র ৫দিন আগে যে সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল তা কী করে ভেঙে পড়ল?



  • ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতু কীভাবে খুলে দেওয়া হয়েছিল?

  • প্রশাসন কেন চুপ করে বসেছিল?

  • কী উদ্দেশ্যে নীরব ছিল?

  • নেপথ্যে কি কোনও বিশেষ কারণ?

  • রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কী করছিল?

  • বিজেপি শাসিত মোরবি পুরসভা কী করছিল?

  • ৫৬ জন শিশু-বালকের প্রাণহানির দায় কে নেবে?

  • মেরামতের জন্য বরাদ্দ অর্থ আদৌ সম্পূর্ণ খরচ হয়েছিল তো?

  • ভয়ঙ্কর গাফিলতির দায় কেউ কি নেবে?

  • কোনওদিন আসল অপরাধীরা শাস্তি পাবে?