LPG Gas Cylinder Price Reduced: সাধারণের সাময়িক স্বস্তির খবর নিয়ে এল নভেম্বর। আজ থেকে কমেছে রান্নার গ্যাসের দাম।  এখন সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমেছে আরও ১১৫ টাকা। 


LPG Price: কোন সিলিন্ডারের দাম কমেছে ?
মনে রাখবেন, আজ থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। তবে কমেনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম।  পুরনো দামই রাখা হয়েছে এই সিলিন্ডারগুলির। ৬ জুলাই থেকে সারা দেশে ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পর থেকে চার মহানগরে গ্যাসের দামে পরিবর্তন হয়েছে। দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইতে এই দামে LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে। 


LPG Gas Cylinder Price Reduced: চার মহানগরে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম- (১৯ কেজি)


দিল্লিতে ১১৫.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৫৯.৫ টাকার পরিবর্তে ১৭৪৪ টাকায় পাওয়া যাবে।
কলকাতায় ১১৩ টাকা কমানোর পরে এটি ১৮৪৬ টাকার পরিবর্তে ১৯৯৫.৫০ টাকায় পাওয়া যাবে।
মুম্বইতে ১১৫.৫ টাকা কেটে নেওয়ার পরে এটি ১৮৪৪ টাকার পরিবর্তে ১৬৯৬ টাকায় পাওয়া যাবে।
চেন্নাইতে ১১৬.৫ টাকা কমানোর পরে এর দাম ১৮৯৩ টাকার পরিবর্তে ২০০৯.৫০ টাকায় পাওয়া যাবে।


LPG Price: ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম- (১৪.২ কেজি)
দিল্লি - ১০৫৩ টাকা
কলকাতা - ১০৭৯ টাকা
মুম্বাই - ১০৫২.৫ টাকা
চেন্নাই - ১০৬৮.৫ টাকা


LPG Gas Cylinder Price Reduced: প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলো মূল্য প্রকাশ করে
দেশের তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত কয়েক মাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে (এলপিজি সিলিন্ডারের দাম কমানো) কোনও পরিবর্তন হয়নি। তবে ধারাবাহিকভাবে কমানো হচ্ছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এর মাধ্যমে হোটেল, খাবারের দোকানে রান্নার খরচ কমে যাবে। যার ফলে কমতে পারে দোকান বা রেস্তোরাঁর খাবারের দাম।


সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করায় তার প্রভাব পড়েছে দেশের জ্বালানিতে। তবে সেভাবে কমেনি পেট্রল , ডিজেলের দাম। ফলে মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। সেখানে কিছুটা হলেও হোটেল মালিকরা সুবিধা পাবেন। 


আরও পড়ুন : Bank Customers Alert: পিন নম্বর সহ অ্যাকাউন্টের বিবরণ চুরি করছে এই ভাইরাস, কীভাবে বাঁচবেন ?