নয়াদিল্লি: ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায় প্রতি লিটার ফুল-ক্রিম দুধের দাম ১ টাকা করে বাড়ানো হল। টোকেন দুধের দাম (Milk Price) লিটারে বাড়ানো হল ২ টাকা। সোমবার, ২১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে দুধের এই নয়া দাম। দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে (Mother Dairy)। 


ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি


চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। দেশের অন্যতম শীর্ষস্থানীয় দুধ উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি। দিল্লি এবং সংলগ্ন এলাকাতেই দৈনিক ৩০ লক্ষ লিটার দুধ সরবরাহ করে তারা।  নয়া দাম ধার্য হওয়ার পর ফুল এক লিটার ক্রিম দুধ কিনতে খরচ করতে হবে ৬৪ টাকা। লিটারে ৫০ টাকা গুনতে হবে টোকেন দুধের জন্য, গত কয়েকমাস ধরে যা ৪৮ টাকা দিয়ে কিনছিলেন সাধারণ মানুষ।


Mother Dairy hikes full-cream milk price by Re 1 per litre; token milk by Rs 2/litre in Delhi-NCR with effect from Monday


— Press Trust of India (@PTI_News) November 20, 2022


আরও পড়ুন: Dhanbad News: ধানবাদে কয়লা পাচারকারী-CISF সংঘর্ষ, নিহত ৪, আহত ২


দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মাদার ডেয়ারি জানিয়েছে, দুধ উৎপাদনের খরচ বেড়েছে। তাতে আয় কমেছে। সেই কারণেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাকেট বন্দি অবস্থায় এবং ভেন্ডিং মেশিন মারফত, দুই ভাবেই দুধ সরবরাহ করে মাদার ডেয়ারি। কিন্তু এ ভাবে লাগাতার দাম বাড়ানোর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের সংসারে টান পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি


এর আগে, গত ১৫ অক্টোবর কাঁচামালের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। সে বার ফুল ক্রিম দুধের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়। ওই একই দিনে দুধের দাম বাড়ায় আমুলও। একমাত্র ভোটমুখী গুজরাতকে বাদ দিয়ে  দেশের সর্বত্র প্রতি লিটার ফুল ক্রিম এবং মহিষের দুধের দাম ২ টাকা বাড়ায় তারা। তার আগে অগস্ট মাসেও কাঁচামালের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে লিটার প্রতি দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়।