মুম্বই: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। মহারাষ্ট্রে (Mumbai) একদিনে আক্রান্ত ২০ হাজারের বেশি। যা একদিনের হিসেবে ৩৩ শতাংশ বেশি। এমনকী বেড়েছে মৃত্যুও। আর এই পরিস্থিতিতে শঙ্কায় চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কি তাহলে লকডাউনের (Lockdown) পথে হাঁটবে রাজ্য? কী ভাবেছে প্রশাসন? এপ্রসঙ্গে গতকাল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে (Health Minister Rajesh Tope) জানিয়েছেন, এবিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Chief Minister Uddhav Thackeray)। 


সূত্রের খবর, লকডাউন (Lockdown) জারি করা যায় কি না তা নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠক হয়েছে স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য কর্তাদের। যদিও লকডাউন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরপরই স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। লকডাউন জারি করা হবে কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে একমাত্র মুখ্যমন্ত্রী নেবেন। উল্লেখ্য, স্বাস্থ্য দফতর আগে জানিয়েছিল লকডাউন বা লকডাউনের মতো বিধিনিষেধ বিবেচনা জারি করা হবে যদি প্রতিদিন অক্সিজেনের চাহিদা ৮০০ মেট্রিক টন অতিক্রম করে। অথবা কোভিড রোগীদের জন্য হাসপাতালের ৪০ শতাংশের বেশি বেড  প্রয়োজন হলে লকডাউন জারির কথা বিবেচনা করবে সরকার। অন্যদিকে, বৃহন্মুম্বাই কর্পোরেশন জানায় দৈনিক আক্রান্ত ২০ হাজার পেরিয়ে গেলে লকডাউন জারি করার কথা ভাবা হবে।


এর আগে, গত বছর ৪ এপ্রিল, একদিনে সর্বাধিক ১১,১৬৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। মুম্বইতে দৈনিক সংক্রমণের হার ৩৩ শতাংশ বেড়েছে । এর পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। যদিও উপসর্গহীন রোগীর সংখ্যা ৮৭ শতাংশ থেকে ৮৫ শতাংশে নেমে এসেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। মুম্বইয়ের হাসপাতালগুলিতেও ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ১৬.৮ শতাংশ। এদিকে দেশে একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। 


আরও পড়ুন: India Corona Update: একদিনে সংক্রমণ বৃদ্ধি ৩০ শতাংশ, দেশে করোনায় দৈনিক আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার পার