নয়াদিল্লি : NEET-এর স্নাতকোত্তরের কাউন্সেলিং ইস্যুতে দিল্লিতে  তুলকালাম! জুনিয়র ডাক্তাদের অবস্থান বিক্ষোভ তুলতে বলপ্রয়োগ, মারধরের অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে! এর প্রতিবাদে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সমস্ত চিকিত্‍সা প্রতিষ্ঠানে কাজ বন্ধের ডাক দিয়েছে।  


দিল্লি পুলিশ বিভোক্ষের সময় কয়েকজন জুনিয়র ডাক্তারকে আটক করেছে বলে সূত্রের দাবি।  তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। ঘটনার নিন্দায় সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও।   

আরও পড়ুন : 


ভাইরাস ভেবে প্লেটলেট নষ্ট করে ফেলছে ইমিউনিটি সিস্টেম ! এতো উল্টো সঙ্কট !


 




 


বিক্ষোভকারী ডাক্তারদের উপর পুলিশের লাঠি চালনার অভিযোগে, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। ডাক্তার এবং পুলিশ উভয় পক্ষই দাবি করেছে,  সংঘাতে তাদের দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (Federation of Resident Doctors' Association - FORDA) র নেতৃত্বে  বিক্ষোভ-মিছিলটি  মাওলানা আজাদ মেডিকেল কলেজ (এমএএমসি) থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছিল।  প্রতিবাদ মিছিল করার কারণে তাদের অনেক সদস্যকেই "আটক" করা হয়। 

পরিষেবা বন্ধ করার প্রতীকী ইঙ্গিত হিসেবে বিপুল সংখ্যক চিকিৎসক তাদের অ্যাপ্রন (ল্যাব কোট) নিজ নিজ হাসপাতালে ফিরিয়ে দিয়েছেন। "আমরা মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ (MAMC) এর ক্যাম্পাস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করে এগিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু আমরা শুরু করার পরেই, নিরাপত্তা কর্মীরা আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেয়নি," জানান FORDA সভাপতি মনীশ। পুলিশ যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছে।  দাবি, পুলিশ লাঠিচার্জ বা গালিগালাজ করেনি।  পুলিশ সূত্রে খবর, ১২ জন বিক্ষোভকারীকে আটক করা হয় ও পরে ছেড়ে দেওয়া হয়। FORDA এই দিনটিকে  "চিকিৎসা ভ্রাতৃত্বের ইতিহাসে কালো দিন" বলে চিহ্নিত করে।