SBI Savings Account for Children: স্টেট ব্যাঙ্কেই খুলতে পারবেন আপনার সন্তানদের জন্য অ্যাকাউন্ট। ছেলে-মেয়ের বয়স ১৮ বছরের কম হলেও খোলা যাবে এই অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুবিধা। রইল বিস্তারিত বিবরণ।


SBI Pehla Kadam: কী কী অ্যাকাউন্ট এনেছে SBI ?
অপ্রাপ্তবয়স্কদের সেভিংস অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় স্টেট ব্যাঙ্ক৷ বাবা-মায়েরা ১৮ বছরের কমবয়সী শিশুদের জন্য সহজেই একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। স্টেট ব্যাঙ্ক (SBI Saving Account for Children)শিশুদের দুটি বিভাগে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। প্রথম শ্রেণির নাম পেহলা কদম (SBI Pehla Kadam)ও দ্বিতীয়টি হল পেহলি উড়ান (SBI Pehli Udaan)।


SBI Savings Account Opening Process: কী কী সুবিধা পাবেন ?
এই দুটি সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা SBI মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ YONO (SBI YONO)থেকে ঘরে বসেই খুলতে পারবেন। এই দুটি অ্যাকাউন্টের বিশেষ বিষয় হল, উভয়েই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার কোনও ঝামেলা নেই। এর পাশাপাশি এই অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো সুবিধাও পাওয়া যায়। জেনে নিন, কী রয়েছে এই অ্যাকাউন্টগুলিতে।


SBI Pehla Kadam Details: পেহলা কদম ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট
পেহলা কদম ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট যেকোনও বয়সের নাবালকের জন্য খোলা যেতে পারে। 
এই অ্যাকাউন্টটি অভিভাবকের সঙ্গেও যৌথভাবে খোলা যেতে পারে। তবে কেবল সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যাবে না। 
স্টেট ব্যাঙ্কের এই অ্যাকাউন্টটি নাবালক ছাড়াও অভিভাবকরা উভয়ই আলাদাভাবে পরিচালনা করতে পারেন। 
এই অ্যাকাউন্টে, ব্যাঙ্ক একটি ডেবিট কার্ড ইস্যু করে যেখান থেকে আপনি ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। 
এতে আপনি ২০০০ টাকার মোবাইল ব্যাঙ্কিং লেনদেনের অনুমতি পাবেন। 
SBI-এর এই অ্যাকাউন্টে একটি চেক বইও পাওয়া যায় যাতে ১০টি চেক রয়েছে। 
তবে চেক বই অভিভাবকের নামে ইস্যু করা হয়। 
এই অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নম্বর লিখতে হবে। যেখানে যাবতীয় মেসেজ পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


Cashback SBI Card : সম্প্রতি গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল কোম্পানি। যেখানে প্রতি কেনাকাটায় পাবেন দারুণ ক্যাশব্যাকের সুযোগ। জেনে নিন, কী সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।  


SBI Card Cashback: কত শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি ?
দেশের বৃহত্তম ব্যাঙ্ক  তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত ক্রেডিট কার্ড (SBI Credit Card) চালু করেছে। এর নাম ক্যাশব্যাক এসবিআই কার্ড ( Cashback SBI Card)। এই কার্ডের মাধ্যমে, আপনি যেকোনও অনলাইন শপিং সাইটে  ৫ শতাংশ ক্যাশব্যাক (Shopping Cashback) পাবেন। 


আরও পড়ুন : SBI Alert: ৬৭ বছর পূর্তি, গ্রাহকদের ৬০০০ টাকা করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক ?