নয়া দিল্লি : গত সাত বছরে দুর্নীতি-মুক্ত সরকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় এই সরকারের সদিচ্ছা নিয়ে কারও প্রশ্ন থাকা উচিত নয়। আজ এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।


আজ ফিকি-র(FICCI) বাৎসরিক সাধারণ(General Meeting) সভায় বক্তব্য রাখেন শাহ। সেখানে তিনি বলেন, মোদি সরকারের সবথেকে বড় সাফল্য যে এই সরকার দেশের ৬০ কোটি মানুষকে উন্নয়ন প্রক্রিয়ায় এনেছে। স্বাধীনতার পর থেকে এই সংখ্যক মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যা গণতন্ত্রে তাদের আস্থা বাড়াতে সাহায্য করেছে।


তিনি বলেন, গত সাত বছরে দুর্নীতির একটাও উদাহরণ নেই। আমরা দুর্নীতি-মুক্ত সরকার দিয়েছি। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে দুই-একটা ভুল হতে পারে। কিন্তু, আমাদের সমালোচকরাও বলতে পারবেন না যে, আমাদের অভিপ্রায় ভুল ।


এদিন মোদি-সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। বলেন, দেশে এমন ৬০ কোটি মানুষ রয়েছে যাদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। তাদের বিদ্যুৎ সংযোগ, গ্যাসের সংযোগ বা স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা ছিল না। মোদি সরকার এই সব কিছু তাদের দিয়েছে। আর এর জেরে এইসব মানুষের ভারতের গণতন্ত্রের ওপর আস্থা বেড়েছে। 


আরও পড়ুন ; নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনায় দুঃখপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের


শাহ-র বক্তব্যে উঠে আসে করোনা অতিমারীর কথাও। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যারিশ্মাটিক নেতৃত্ব আর ১৩০ কোটি মানুষের যোগদানের জেরেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। 


তিনি বলেন, কেউ ভাবতে পারেনি যে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা কোনও রকম রক্তপাত ছাড়াই অবলুপ্ত করা যাবে। অতি বামপন্থাও শেষ হয়ে গেছে। স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন এসেছে। এছাড়া একটা তাৎপর্যপূর্ণ নতুন শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। এমনকী আগামী ১০০ বছরের কথা ভেবে নতুন জলনীতিও গ্রহণ করা হয়েছে।