নয়াদিল্লি: করোনাকালে জনবহুল স্থানে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উদযাপনে বিধি জারি। একাধিক নিষেধাজ্ঞা জারি করল দিল্লির বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকাল, মঙ্গলবার, নির্দেশিকা জারি করা হয়।


বিপর্যয় মোকাবিলা বাহিনীর জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই মাসে গণেশ চতুর্থী। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা পরিস্থিতিতে কোনও জনবহুল এলাকায় গণেশ চতুর্থী পালন করা যাবে না।


নির্দেশিকায় বলা হয়, পুলিশের ডেপুটি কমিশনার এবং জেলাশাসকদের কোভিড বিধি পালনের ক্ষেত্রে কড়া মনোভাব দেখাতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, তাঁবু খাটিয়ে, প্যান্ডেল করে গণেশ চতুর্থী পালন করা যাবে না। একইসঙ্গে কোনও ধর্মীয় স্থান বা অন্য কোনও জায়গায় জমায়েত করা যাবে না। পাশাপাশি বলা হয়েছে, কোনও শোভাযাত্রাও করা যাবে না। করোনাকালে বাড়িতেই গণেশ চতুর্থী পালনের পরামর্শ দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।


আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: শনির দৃষ্টিতে ভস্ম হয়েছিল মুণ্ড! কোন অভিশাপের ফল ভুগতে হয়েছিল গণেশকে?


চলতি সপ্তাহের শুক্রবার গণেশ চতুর্থী। আর সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে তুঙ্গে প্রস্তুতি। মহারাষ্ট্রের প্রধান পুজো। তবে মহারাষ্ট্র ছাড়াও, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। ১০ দিনের পুজো শেষ হবে ২১ সেপ্টেম্বর।  


শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আরম্ভ হচ্ছে রাত ১২টা ১৭ মিনিটে। আর শুভক্ষণ চলবে রাত ১০টা পর্যন্ত। গণেশ পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। পুজো করার আগে সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি। যেমন আমরা বিশ্বাস করি যে, সিদ্ধিদাতা গণেশ আমাদের সমস্ত দুঃখ, দুর্দশার বিনাশ করেন। তাই গণেশ পুজোয় জলের পাত্র, পঞ্চামৃত, লাল কাপড়, নারকেলের জল, সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল এবং গণেশের প্রিয় সাদা ফুলের ব্যবহার করা হয়। পুজোর সময়ে গণেশের মূর্তি বদ্ধ ঘরে নয়, বরং খোলামেলা জায়গায় রাখুন। এবং সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু বা মোদক দিয়ে পুজো দিন।


আরও পড়ুন: Ganesh Chaturthi 2021: সব পুজোর আগে কেন করতে হয় গণেশের পুজো