জবলপুর : গোটা বিশ্ব কাঁপছে নতুন যে ওমিক্রন (Omicron) আতঙ্কে, তা কি ইতিমধ্যে ঢুকে পড়েছে ভারতে (India) ? এমনই প্রবল এক আতঙ্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। জবলপুরে (Jabalpur) এক নিখোঁজ মহিলার খোঁজ শুরু হওয়ার খবর সামনে আসতে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত বৎসোয়ানা (Botswana) থেকে এদেশে পা রাখার পর থেকে নিখোঁজ এক মহিলা! হ্যাঁ, খবর এমনটাই। জবলপুরের জেলা প্রশাসন থেকে খবর মিলেছে, গত ১৮ নভেম্বর বৎসোয়ানা থেকে জবলপুরের দুমা বিমানবন্দরে পা রাখার পর থেকে নিখোঁজ এক মহিলা। আর আপাতত সেখানকার স্থানীয় স্বাস্থ্য দফতরের সুপারিশ পাওয়ার পর থেকেই সেই মহিলাকে খুঁজে বের করতে শুরু হয়ে গিয়েছে কার্যত চিরুনি তল্লাশি অভিযান। কিন্তু যতক্ষণ না সেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষনই ওমিক্রন আতঙ্ক দেশে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা সঙ্গী হয়েছে সব মহলে। 


করোনা ভাইরাসের (Corona Virus) এই নতুন ভ্যারিয়্যান্ট (New Variant) ওমিক্রন ধরা পড়ে না আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষাতেও। জোড়া ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও অনেকেই সহজেই মারণ ভাইরাসের এই প্রবল সংক্রামক প্রজাতিতে শিকার হচ্ছেন বলেই খবর। আর সবথেকে বেশি আতঙ্কের পরীক্ষাতেও ধরা না পড়ার বিষয়টি। দিনদুয়েক আগেই দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে পা রাখা দুই বিদেশির দেহে মিলেছে ডেল্টা ভ্যারিয়্যান্টের খোঁজ, তারা আদৌ ওমিক্রন আক্রান্ত কি না, সেটা জানতে তাদেরকে রাখা হয়েছে কোয়ারিন্টিনে। কিন্তু এভাবে নজরদারি এড়িয়ে কেউ নিখোঁজ কীভাবে হয়ে যেতে পারেন, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনই ওই মহিলা করোনার নতুন মারণ প্রজাতিতে আক্রান্ত কি না, সে নিয়েও তৈরি হয়েছে প্রবল সংশয়। 


প্রসঙ্গত, বিশ্বজুড়ে এই মুহূর্তে ওমিক্রন-ত্রাস। বিশ্বের ১৩টি দেশে মিলেছে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির সন্ধান। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইজরায়েলে আক্রান্তদের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস। ফ্রান্সেও ওমিক্রন-আতঙ্ক। ১৪ দিনের আফ্রিকা সফর সেরে ফেরার পর, ৮ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্ক ব্রিটেন।


আরও পড়ুন- ডেল্টার থেকেও সংক্রামক ওমিক্রন? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?