Aadhaar-PAN Link: আর দেরি করলে ভুগতে হবে আপনাকেই। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত না করলে দিতে হবে জরিমানা। সেই ক্ষেত্রে 30 জুন 2022 এর আগে এই কাজটি করতে হবে আপনাকে। অন্যথায় দিতে হবে দ্বিগুণ জরিমানা।
PAN-Aadhaar Linking: ৩০ জুনের মধ্যেও লাগবে জরিমানা
2022 সালের 1 এপ্রিল থেকে আধারকে প্যান নম্বরের সঙ্গে যুক্ত করার জন্য 500 টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে। আপনি যদি 30 জুন 2022 এর মধ্যে লিঙ্ক না করেন, তাহলে ডবল ফাইল দিতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে 1 জুলাই থেকে 1,000 টাকা জরিমানা দিতে হবে।
Aadhaar-PAN Link: ৩০ জুনের পরে দ্বিগুণ জরিমানা
মার্চ মাসেই প্যান-আধার লিঙ্ক নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে CBDT। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2022 সালের 1 এপ্রিল থেকে প্যানকে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য জরিমানা দিতে হবে গ্রাহককে। ১ এপ্রিলের পর প্রথম তিন মাসের মধ্যে অর্থাৎ জুন পর্যন্ত প্যানকে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এই সময়ের পরে লিঙ্ক করলে 1000 টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে। একই সময়ে,
PAN-Aadhaar Linking: এর আগেও দেওয়া হয়েছিল সুযোগ
পাশাপাশি CBDT বলেছে, করদাতাদের সুবিধা দেওয়ার জন্যই তারা 31 মার্চ, 2023 এর মধ্যে PAN এর সাথে আধার লিঙ্ক করার সুযোগ করে দিয়েছে। তবে এরজন্য জরিমানা দিতে হবে। জরিমানা ছাড়াই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত। তখন লিঙ্ক করার জন্য কোনও চার্জ ছিল না। এর আগে সরকার এই সময়সীমা অনেকবার বাড়িয়েছে। শেষ তারিখটি 31 মার্চ 2022 করা হয়েছিল। CBDT-র বিজ্ঞপ্তি অনুসারে, 1 এপ্রিল, 2022 -এর পরেও, PAN-কে আধার -এর সঙ্গে যুক্ত করা যেতে পারে কিন্তু তার জন্য
জরিমানা দিতে হবে।
Aadhaar-PAN Link: কেন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা প্রয়োজন ?
প্যান কার্ড যদি আধারের সঙ্গে যুক্ত না হয়, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজ করতে পারবেন না। কারণ এই সবের জন্য প্যান কার্ড প্রয়োজন। যদি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে প্যান কার্ড লক হয়ে থাকে, তাহলে আপনি প্যান কার্ড বাধ্যতামূলক এমন কোনও সুবিধা নিতে পারবেন না। অতএব, যদি আপনি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে শীঘ্রই এই কাজটি সম্পন্ন করুন।
PAN-Aadhaar Linking: এইভাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করুন
১ আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলুন https://incometaxindiaefiling.gov.in/ ।
২ এটিতে রেজিস্টার করুন (যদি ইতিমধ্যে সম্পন্ন না হয়)।
৩ আপনার প্যান (Permanent Account Number) হবে আপনার ইউজার আইডি।
৪ ইউজার আইডি, পাসওয়ার্ড ও জন্ম তারিখ লিখে লগ ইন করুন।
৫ একটি পপ আপ উইন্ডো খুলবে যা আপনাকে আপনার প্যানকে আধারের সাথে লিঙ্ক করতে বলবে।
৬ যদি পপ আপ উইন্ডো না খোলে তাহলে মেনু বারে 'প্রোফাইল সেটিংস' এ যান ও 'লিঙ্ক আধারে' ক্লিক করুন।
৭ প্যান অনুসারে, নাম, জন্ম তারিখ ও জেন্ডারের মতো বিবরণ ইতিমধ্যে সেখানে উল্লেখ করা হবে।
৮ আপনার আধার ও প্যান কার্ডের বিবরণ যাচাই করুন।
৯ যদি বিবরণ মিলে যায়, আপনার আধার নম্বর লিখুন ও "Link Now" বোতামে ক্লিক করুন।
১০ একটি পপ-আপ বার্তা আপনাকে জানিয়ে দেবে যে আপনার প্যানের সঙ্গে আপনার আধার সফলভাবে যুক্ত হয়ে গেছে।
আরও পড়ুন : Indian Railways: ট্রেনে লাগেজ বেশি হলেই আলাদা চার্জ, কোন কোচে কত ভাড়া জানেন ?