New Electric Car: চিনের গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জিলি মিনি ইভি নামে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। এই গাড়ির আকার খুবই ছোট, যা টাটা ন্যানো গাড়ির থেকে আয়তনে কম। এর দৈর্ঘ্য ন্যানোর ৩০৯৯ এমএম দৈর্ঘ্যের তুলনায় মাত্র ৩০৬৫ এমএম। এই গাড়িতে একটি LFP ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। গিলি দাবি করেছে, এই গাড়ি এক চার্জে ১৫০ কিমি রেঞ্জ দিতে পারে।
Geely EV: কত দাম গাড়ির ?
এই গাড়ির দাম ১০,০০০ ইউয়ান অর্থাৎ প্রায় ৫ লক্ষ টাকা। শোনা যাচ্ছে, ২০২৩ সাল থেকে এই গাড়ির বিক্রি শুরু হবে। এটি বাজারের Wuling Honggang Mini EV ও MG Air EV-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
New Electric Car: বসার ক্ষমতা ৪ জন
পান্ডা মিনি ইলেকট্রিক গাড়িতে একটি ৩০ কিলোওয়াটের পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। এতে পাবেন LFP ব্যাটারি প্যাক। তবে এই ব্যাটারির ক্ষমতা সম্পর্কে এখনও জানায়নি কোম্পানি। শোনা যাচ্ছে, এই হাড়ি পুরো চার্জে ১৫০কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এই গাড়িতে মাত্র ২ দরজা দেওয়া হয়েছে, তবে এতে চারজন বসতে পারে।
Geely EV: গাড়িতে কী বৈশিষ্ট্য রয়েছে ?
পান্ডা মিনি ইভির ভিতরের সঙ্গে বাইরের বডির ডিজাইনের মিল রয়েছে। একটি ড্যাশবোর্ডের মাধ্য়মে জুড়েছে এর সেন্ট্রার কনসোল। এতে একটি প্যানোরামিক সানরুফ, নিচে এসি উইংস, বড় ইনফোটেইনমেন্ট স্ক্রিন, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একাধিক কন্ট্রোল সুইচ রয়েছে। এর হুইলবেস ২.০২ মিটার, দৈর্ঘ্য ৩ মিটার ও প্রস্থ ১.৫ মিটার রাখা হয়েছে।
কার সঙ্গে হবে প্রতিযোগিতা ?
এই গাড়িটি MG-এর Air EV-কে টেক্কা দিতে পারে। যা আগামী বছর ভারতে লঞ্চ করতে পারে সংস্থা। এই গাড়িতে ১৭.৩kWh ও ২৬.৭kWh এর দুটি ব্যাটারি প্যাক পাওয়া যাবে, যা চার্জে যথাক্রমে ২০০ কিমি ও ৩০০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI