চণ্ডীগড় : জ্বালানির জ্বালা থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে এবার পদক্ষেপ পাঞ্জাব সরকারের। লিটার প্রতি পেট্রোলের দাম কমছে ১০ টাকা করে এবং ডিজেলের প্রতি লিটারে ৫ টাকা করে। রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। আজ মধ্যরাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।
এই মুহূর্তে পাঞ্জাবে পেট্রোল ও ডিজেলে ভ্যাট রয়েছে ৩৫.২৫ শতাংশ। চণ্ডীগড় ও হরিয়ানার বাসিন্দারা পেট্রোলে কম ভ্যাট দেন, যথাক্রমে ১৫.২৪ ও ১৬ শতাংশ। পেট্রোল-ডিজেলের (Fuel Price) ওপর কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোর পর চণ্ডীগড় প্রশাসন ও হরিয়ানা সরকার ভ্যাট কমিয়েছে। যার জেরে চণ্ডীগড় ও পাঁচকুলায় জ্বালানির দাম কমে যায়। যদিও পাঞ্জাব সরকার কোনও ভ্যাট না কমানোয়, মোহালির সঙ্গে দামের পার্থক্য তৈরি হয় অনেকটাই। এই পরিস্থিতিতে আজ মন্ত্রিসভার বৈঠক হয় কংগ্রেস পরিচালিত পাঞ্জাবে সরকারে। তারপরই পেট্রোলও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেন চান্নি।
সম্প্রতি পেট্রোল-ডিজেলের (Fuel Price) ওপর এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র। এর ফলে, গত ৪ তারিখ থেকে কমে জ্বালানির দাম। গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। এরপরই সঙ্গে সঙ্গে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমায় গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত ৮ রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে ওড়িশা ও সিকিম সরকারও। নিম্নলিখিত ২২ রাজ্যে ভ্যাট কমানো হয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে। সেগুলি হল -
কর্ণাটক ( Karnataka )
গুজরাত (Gujarat)
উত্তর প্রদেশ (Uttar Pradesh)
হিমাচল প্রদেশ (Himachal Pradesh)
মধ্য প্রদেশ (Madhya Pradesh)
হরিয়ানা (Haryana)
ত্রিপুরা (Tripura)
গোয়া (Goa)
উত্তরাখণ্ড (Uttarakhand)
নাগাল্যান্ড (Nagaland)
মিজোরাম (Mizoram)
মণিপুর (Manipur)
অসম (Assam)
চণ্ডীগড় (Chandigarh)
বিহার (Bihar)
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)
কেন্দ্র উত্পাদন শুল্ক কমালেও, ১৪টি রাজ্যে কমেনি পেট্রোল-ডিজেলের দাম। তালিকা প্রকাশ করে জানায় পেট্রোলিয়াম মন্ত্রক। সেই তালিকায় ছিল পাঞ্জাবও। এরপরই আজ এই সিদ্ধান্ত।