নয়াদিল্লি: সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, 'প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা যোজনা' প্রকল্পের অন্তর্গত কেন্দ্র প্রতি মাসে কর্মহীনদের সাড়ে তিন  হাজার টাকা করে দিচ্ছে।


ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়েছে, গ্রহীতাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি ঊত্তীর্ণ হতে হবে। পোস্টে এ-ও দাবি করা হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে ৩১ অক্টোবরের মধ্যে নথিভুক্তিকরণ করতে হবে।


এমনকি, একটি লিঙ্কও দেওয়া হয়েছে ওই ভাইরাল পোস্টের সঙ্গে। বলা হয়েছে, ইচ্ছুকরা ওই লিঙ্কে ক্লিক করে প্রকল্পের সঙ্গে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।


এই পোস্ট একেবারে ভুয়ো বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এধরনের ভুয়ো ও জালিয়াতির খপ্পরে না পড়তে সকলকে সতর্ক করেছে কেন্দ্র। সরকারের অধিনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র এই ভুয়ো খবর যাচাই করার শাখা 'PIB Fact Check' এই বিষয়ে সকলকে সতর্ক করেছে। 


 






 


ট্যুইট করে PIB Fact Check জানিয়েছে, একটি ভাইরাল বার্তায় দাবি করা হয়েছে যে, 'প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা যোজনা' -র আওতায় ভারত সরকার সকল বেকারদের প্রতি মাসে ৩৫০০ টাকা দেবে। ভারত সরকার দ্বারা এই ধরনের কোন প্রকল্প চালু করা হয়নি। কোন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। এটি একটি প্রতারণার চেষ্টা হতে পারে।


কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে এই ধরনের প্রতারণামূলক দাবির বিরুদ্ধে সরকার এবং তার বিভিন্ন সংস্থা বারবার মানুষকে সতর্ক করেছে।


এই ধরনের প্রতারণামূলক প্রচেষ্টার হাত থেকে রক্ষা পেতে সরকার কর্তৃক পরিচালিত প্রকল্প সম্বন্ধে যে কোনও তথ্যের জন্য মানুষকে কেবলমাত্র সরকারী বিজ্ঞপ্তি এবং বিশ্বস্ত উৎসের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে।