নয়া দিল্লি : "এতবছর শাসনের পরেও কেন কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করছে ? এতবার ভোটে হারের পরেও কংগ্রেসের অহংকার যায় না। পশ্চিমবঙ্গের মানুষ প্রায় ৫০ বছর আগে কংগ্রেসকে (Congress) পছন্দ করত। কংগ্রেস সংসদকে সঠিক ভাবে ব্যবহার করলে এই অবস্থা হত না।" লোকসভায় কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)।


আরও পড়ুন ; মা সরস্বতী পক্ষপাতিত্ব করেন না, কলেজে হিজাব বিতর্ক নিয়ে বার্তা রাহুলের


প্রধানমন্ত্রী আর যা বললেন,


দেশ যখন স্বাধীনতার শতবর্ষ পালন করবে, তখন ভারত শীর্ষে পৌঁছবে’
‘যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাচ্ছেন, তাঁরাও লাখপতি হয়ে যাচ্ছেন’
‘আজ প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে’
‘স্বাধীনতার এতবছর পর গরিবের ঘরে আলো, দেশকে খুশি করে’
‘উনুনের ধোঁয়া থেকে মুক্তির আনন্দ আজ গরিব মানুষের ঘরে ঘরে’
‘গরিব মানুষের এখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে’
‘সেই অ্যাকাউন্টে সরাসরি সরকারি টাকা ঢুকছে’
‘দুর্ভাগ্য হল বিরোধীদের অনেকেই ২০১৪-য় আটকে আছেন’
‘দেশের মানুষ আপনাদের চিনে ফেলেছে’
‘যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা ভুলে যান যে ৫০ বছর তাঁরাও দেশ শাসন করেছেন’
‘নাগাল্যান্ড ২৪ বছর আগে কংগ্রেসকে জিতিয়েছিল’
‘২৮ বছর ধরে গোয়ার মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন’
‘ত্রিপুরায় ৩৪ বছর কংগ্রেস ক্ষমতা থেকে দূরে’
‘পশ্চিমবঙ্গের মানুষ প্রায় ৫০ বছর আগে কংগ্রেসকে পছন্দ করত’
‘কংগ্রেস সংসদকে সঠিক ভাবে ব্যবহার করলে এই অবস্থা হত না’
‘তামিলনাড়ুতেও ৬০ বছর আগে কংগ্রেসের শাসন ছিল’
'এতবছর শাসনের পরেও কেন কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করছে?’
‘এতবার হারের পরেও কংগ্রেসের অহংকার যায় না’
‘স্বাধীনতার ৭৫তম বছরে দেশ অমৃত মহোৎসব পালন করছে’
‘দেশ অমৃতকালে প্রবেশ করেছে’
‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণ করার সময়’
‘আলোচনাই জীবন্ত গণতন্ত্রের একমাত্র পন্থা’
‘কিন্তু অন্ধ বিরোধ গণতন্ত্রকে শেষ করে দেয়’
‘অনেকেই ভেবেছিল, ভারত করোনার সঙ্গে লড়াই করতে পারবে না’
‘কিন্তু আজ ভারতে তৈরি ভ্যাকসিন পৃথিবীতে প্রথম সারিতে’
‘১০০ কোটির উপরে টিকাকরণ হয়ে গেছে’
‘৮০ শতাংশ মানুষের টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে’