সুলতানপুর : উত্তরপ্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে বাইশ হাজার কোটি টাকায় তৈরি এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
- পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের বিকাশের এক্সপ্রেসওয়ে’
- ‘কোনওদিন ভাবিইনি বিমানে এক্সপ্রেসওয়ের উপর নামতে পারব’
- ‘এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের গৌরব’
- ‘উত্তরপ্রদেশের শক্তির প্রমাণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে’
- ‘প্রতিরক্ষাক্ষেত্রে আগের সরকার নজর দেয়নি’
- ‘আগের সরকার শুধু একটি পরিবারের কথাই ভাবত’
- ‘উত্তরপ্রদেশের ভাগ্যবদল শুরু হয়ে গেছে এবং দ্রুত বদল হচ্ছে’
- ‘আগে উত্তরপ্রদেশে অনেক লোডশেডিং হত, আইনশৃঙ্খলা খারাপ ছিল’
- ‘এখন উত্তরপ্রদেশের ছবিটাই বদলে গেছে’
- ‘হাজার হাজার কিলোমিটার নতুন সড়ক তৈরি হয়েছে’
- ‘পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সুবিধে শ্রমিক, মধ্যবিত্ত, যুবক সবাই পাবেন’
- ‘পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লক্ষ-কোটির বিনিয়োগ এই রাজ্যে আনবে’
- ‘পরিবারতন্ত্র নয়, সবার বিকাশই যোগী সরকারের লক্ষ্য’
এর আগে প্রধানমন্ত্রী যোগ দেন অডিট দিবসের অনুষ্ঠানে। তিনি সেখানে বলেন, 'ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ( Comptroller and Auditor General of India - CAG ) একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিটি প্রজন্মের উচিত এই সংস্থাটিকে যত্নের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া'।