PM Modi meets mother Heeraben Modi : ১০০ বছরে পা দিলেন হীরাবেন মোদি (Heeraben Modi) । মায়ের শততম জন্মদিনে গাঁধীনগর বাড়িতে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী। ধুমধাম করে হিরাবেনের শতবর্ষ উদ্‍যাপন করছে গোটা পরিবার।


গাঁধীনগরের বাড়িতে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে দেখা গিয়েছে, মায়ের জন্য নৈবেদ্য সাজিয়েছেন মোদি। ধুইয়ে দিয়েছেন চরণ যুগল। আশীর্বাদ নিয়েছেন মায়ের। মা ও ছেলের আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এসেছে। ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। রাজধানীতে হাজারো ব্যস্ততা সামলেও বারবার মায়ের টানে গুজরাতে চলে আসেন মোদি। 






 


শনিবার সারাদিন ধরে গান্ধীনগরে বিভিন্ন অনুষ্ঠান হবে।মন্দিরে চলবে পুজোপাঠ। চলতি মাসে মোদির এটি তৃতীয়বার গুজরাত সফর। এবার ২ দিনের সফরে ভদোদরায় ২১ হাজার কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 


মায়ের ১০০তম জন্মদিনে গাঁধীনগর প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ  নেওয়া হয়েছে। শতায়ু হীরাবেন মোদির নামে এ বার সেখানে একটি রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গুজরাতের (Gujarat) গাঁধীনগরে (Gandhinagar) রায়সান পেট্রোল পাম্প থেকে ৬০ মিটার দূরত্ব পর্যন্ত রাস্তার নাম রাখা  হচ্ছে 'পূজ্য হীরাবা মার্গ'। সব ব্যবস্থা সেরে রেখেছে গাঁধীনগর পুর নিগম। ১৮ জুন, হীরাবেনের জন্মদিনে রাস্তাটির নয়া নামকরণ হবে। 


এর আগে, দু'দিনের সফরে গুজরাত গিয়ে গত ১১ মার্চ আমদাবাদ হীরাবেনের সঙ্গে দেখা করেন মোদি। করোনা কালে দু'বছর পর মায়ের সঙ্গে সেই প্রথম দেখা তাঁর। মায়ের জন্মদিনে ভাদোদরায় ৪ লক্ষ মানুষের উদ্দেশে ভাষণও দেবেন মোদি। সরকারি প্রকল্পের সুবিধা লাভকারী মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সর্দার এস্টেটের কাছে কুষ্ঠ হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন হবে।