নয়া দিল্লি : দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ক্যানসার কেয়ার নেটওয়ার্কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাতটি হাসপাতালের উদ্বোধন ও চিকিৎসার জন্য আরও কয়েকটি হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।


ডিব্রুগড়ে একটি হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি বরপেটা, তেজপুর, জোরহাট, দারাং, কোকড়াঝাড় ও লখিমপুরে- ছয়টি হাসপাতালের উদ্বোধন করা হয়। এর পাশাপাশি সাতটি নতুন হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। সেগুলি গঠিত হবে- গোয়ালপাড়া, শিবসাগর, ধুবরি, নগাঁও, গোলাঘাট, তিনসুকিয়া ও নলবাড়িতে।


আরও পড়ুন ; তীব্র তাপদাহের মধ্যেই বিদ্যুত্‍ সঙ্কট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে উত্তর ভারতের রাজ্যগুলি, রাহুলের খোঁচা


ডিব্রুগড়ের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "আগে এমন একটা সময় ছিল যখন সাত বছরেও একটা হাসপাতাল গড়া বিশাল ব্যাপার ছিল। কিন্তু, আজ অসমে সাতটি নতুন হাসপাতালের উদ্বোধন হল একদিনে । আরও তিনটি হাসপাতাল নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আরও সাতটির শিলান্যাস করা হল। অসমে এধরনের একটা ক্যানসার কেয়ার নেটওয়ার্কের প্রয়োজন ছিল। কারণ, এই রাজ্য ও উত্তর-পূর্বের বাকি অংশে বহু সংখ্যাক ক্যানসার কেস দেখা যাচ্ছে। আগে এরাজ্যের গরিব ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের চিকিৎসার জন্য বাইরে যেতে হত।" 


এই ১৭টি হাসপাতাল অসম সরকার ও টাটা ট্রাস্টের যৌথ উদ্যোগ। এগুলি নির্মিত হচ্ছে ৪ হাজার কোটি টাকায়। এপ্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, "আগে অসমের ক্যানসার রোগীদের দিল্লিতে যেতে হত। চেন্নাই বা মুম্বইয়ে। কিন্তু, এখন থেকে আর তার প্রয়োজন পড়বে না। এই হাসপাতালগুলি শুধু অসমবাসীকে উপকৃত করবে না। গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান ক্যানসার কেয়ার সেন্টারে পরিণত হবে।"


টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা বলেন, অসমের ইতিহাসে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যানসার রোগের চিকিৎসা ও যত্নের ক্ষেত্রে এটা অসমকে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে। যা এই দেশের অন্য রাজ্যে হয়নি।