নয়া দিল্লি : আজ ৭১ তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই উপলক্ষে রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয়মন্ত্রীদের তরফে একে একে এল শুভেচ্ছাবার্তা। ট্যুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন,  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছ। আপনার শরীর ভাল থাকুক এবং দীর্ঘায়ু হোন। আপনার পরিচিত উদ্যমেই দেশকে সেবা করে চলুন।  



স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, মোদিজি দেশকে শুধুমাত্র সময়ের আগে ভাবার আইডিয়া দিয়েছেন তা-ই নয়, কঠোর পরিশ্রম করে তা প্রমাণও করেছেন।



প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও। তিনি লিখেছেন, নিজের সময়কালে উন্নয়ন ও সুপ্রশাসনের ক্ষেত্রে একাধিক নতুন অধ্যায় লিখেছেন নরেন্দ্র মোদি। আশা করি, উনি ভারতকে শক্তিশালী ও সমৃদ্ধশীল দেশে পরিণত করার স্বপ্ন পূরণ করতে পারবেন। 



শুভেচ্ছাবার্তা পাঠালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক মঞ্চে কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে কথা বলেন না। কিন্তু, সৌজন্যতার রয়েছে আলাদা জায়গা। সেটা একাধিকবার প্রমাণ হয়েছে। সেই ধারা মেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা। এর পাশাপাশি আজ, ৭১ তম জন্মদিন উপলক্ষে মোদিকে একে একে শুভেচ্ছা জানান কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি-রা।


ট্যুইটারে রাহুল গাঁধী লেখেন, শুভ জন্মদিন, মোদিজি ।



কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি। মা ভারতীর প্রতি তাঁর নিবেদন তাঁর প্রতিটি পদক্ষেপ পরিচালিত করেছে। এরকম একটা চ্যালেঞ্জিং মুহূর্তে তাঁর মতো নেতৃত্ব থাকাটা খুবই নিশ্চিন্ত হওয়ার মতো বিষয়। তাঁর নেতৃত্বে কাজ করতে পেরে সম্মানিত। 


অন্যদিকে স্মৃতি ইরানি লিখেছেন, দেশের সফল প্রধানমন্ত্রী। যিনি মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আপনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতি করছে। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।