মুম্বই : ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ। আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে জখম হয়েছেন ১৩ জন। একথা জানান জোন ৮-এর পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে। এই ফ্লাওভারটি বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মেন রোড ও সান্তা ক্রুজ-চেম্বুর লিঙ্ক রোডকে যুক্ত করেছে। ভোর সাড়ে চারটে নাগার ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে । ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে। তবে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।



দুর্ঘটনায় জখমদের সান্তাক্রুজের ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন ডিসিপি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে সিটি পুলিশ ও দমকল। এদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের তরফে জানানো হয়েছে যে, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির তরফে নির্মাণকাজ চলছিল। 



প্রসঙ্গত, এরাজ্যে নির্মীয়মাণ অবস্থাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। বেঘোরে মারা গিয়েছিলেন ২৬ জন। আহত হন বহু মানুষ। ঘটনার পর পর স্বতঃপ্রণোদিত হয়েই খুনের মামলা রুজু করেছিল পুলিশ! এ প্রসঙ্গে লালবাজারের ব্যাখ্যা ছিল, ঘটনার ভয়াবহতা দেখে প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করা হয়েছিল। কিন্তু পরবর্তীসময়ে তদন্তে যে সব সাক্ষ্যপ্রমাণ উঠে আসে, তাতে অনিচ্ছাকৃত খুনের অভিযোগই জোরাল হয়। ৮৯ দিনের মাথায় পোস্তা উড়ালপুলকাণ্ডে চার্জশিট পেশ করে কলকাতা গোয়েন্দা পুলিশের বিশেষ তদন্তকারী দল।


আরও পড়ুন ; পোস্তা উড়ালপুলকাণ্ডে চার্জশিট পেশ কলকাতা পুলিশের


উড়ালপুল-বিপর্যয়ের পরপরই সামনে এসেছিল তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর আত্মীয় রজত বক্সি-সহ একাধিক ব্যক্তির নাম। তাঁদের সংস্থার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরবরাহের অভিযোগ উঠেছিল। যদিও চার্জশিটে নির্মাণকারী সংস্থা আইভিআরসিএলের ১০ জন ছাড়া আরও কারওরই নাম ছিল না। 


আরও পড়ুন ; উড়ালপুল দুর্ঘটনা: আইভিআরসিএল-এর অফিস সিল করার একদিনের মধ্যেই ভাঙল ছিটকিনি