সিদ্ধার্থনগর(উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশে একসঙ্গে ৯টি মেডিক্যাল কলেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন পটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এই নয়টি মেডিক্যাল কলেজ উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর, ইটাও, হরদই, প্রতাপগড়, ফতেপুর, দেওরিয়া, গাজিপুর, মির্জাপুর ও জৌনপুরে গড়ে তোলা হয়েছে। এই নয়টির মধ্যে আটটি মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় তহবিল থেকে এবং একটি রাজ্যের কোষাগার থেকে ব্যয় করে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে পূর্বতন সরকারকে একহাত নেন প্রধানমন্ত্রী। বলেন, একসঙ্গে ৯টি কলেজের উদ্বোধন এর আগে আর কখনও হয়েছে ? তার কারণ ছিল রাজনৈতিক অগ্রাধিকার। আগের সরকার শুধুমাত্র পরিবারের লকার ভরছিল আর নিজেদের জন্য রোজগার বাড়াচ্ছিল। কিন্তু, আমাদের অগ্রাধিকার, গরিবের টাকা রক্ষা করা এবং তাঁদের সুযোগ সুবিধা দেওয়া। উত্তরপ্রদেশের মানুষ ভুলতে পারবেন না যে, কীভাবে মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও যোগীজি সংসদে সেরাজ্যের খারাপ স্বাস্থ্য পরিকাঠামোর কথা তুলে ধরেছিলেন।
তিনি আরও বলেন, এই নয়টি মেডিক্যাল কলেজে আড়াই হাজারের বেশি বেডের ব্যবস্থা করা হয়েছে। যেখানে পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আগের সরকার পূর্বাঞ্চলের মানুষকে রোগে ভোগার জন্য ছেড়ে দিয়ে গিয়েছিল। কিন্তু, এখন এটা উত্তর ভারতের মেডিক্যাল হাবে পরিণত হবে।
মোদি বলেন, আগের সরকারের আমলে পূর্বাঞ্চলের ভাবমূর্তি খারাপ হয়ে গিয়েছিল। এই অঞ্চলেই এবার আশার আলো দেখা যাবে।
এদিকে নয়টি মেডিক্যাল কলেজের উদ্বোধনের আগে সেখানে একটি প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীকে বুদ্ধর একটি মূর্তি উপহার দেন। উল্লেখ্য, সেন্ট্রালি স্পনস্পর্ড স্কিমে দেশজুড়ে ১৫৭টি মেডিক্যাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ইতিমধ্যেই ৬৩টি কলেজে কাজ শুরু হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।