নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে বাজেট তৈরি করুক রাজ্য। নীতি আয়োগের পরিচালন পরিষদের ষষ্ঠ বৈঠকে রাজ্য সরকারগুলিকে এমনই বার্তা দিলেন নরেন্দ্র মোদি। দেশের উন্নয়নের স্বার্থে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর দিলেন প্রধানমন্ত্রী।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে বাজেট তৈরি করুক রাজ্য। কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য বাজেট করুক।’
মোদি জানিয়ে রাখেন, ‘রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিয়েই পরিকল্পনা করা হচ্ছে। উন্নয়নই প্রাথমিক লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। কর্পোরেট কর কমার সুবিধে নিক রাজ্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত। কয়েকটি রাজ্য ভাল কাজ করছে। তিনি যোগ করেন, ‘করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে।’
মোদি আরও যোগ করেন, ‘গরিবদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’
মোদির বাজেট-তত্ত্বকে এদিন তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় বাজেটের আদলে রাজ্য বাজেট বিপজ্জনক ভাবনা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী।
প্রধানমন্ত্রীর প্রস্তাব সংবিধান-বিরোধী বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেসে।