নয়াদিল্লি: আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী 'প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন' (PM-DHM) চালু করার ঘোষণা করবেন নরেন্দ্র মোদি।
PM-DHM প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির মাধ্যমে দেশের স্বাস্থ্য পরিষেবার দক্ষতা, কার্যকারিতা এবং স্বচ্ছতা উন্নত করা। দেশের প্রতিটা কোনা থেকে প্রাপ্ত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত তথ্যভাণ্ডারকে একত্রিত করে এই প্রকল্পকে রূপায়িত করা হবে।
PM-DHM প্রকল্পের মাধ্যমে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হবে। তাতে থাকবে স্বাস্থ্য পরিচয়পত্র, ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ সনাক্তকরণ চিহ্ন, ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড এবং টেলিমেডিসিন এবং ই-ফার্মেসি সহ অন্যান্য উপাদান।
এই প্রকল্পের অধীনে সকল দেশবাসীকে একটি ইউনিক ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে, অনন্য ডিজিটাল স্বাস্থ্য আইডিতে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড থাকবে।
স্বাস্থ্য আইডি কার্ড প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হবে। প্রতিটি কার্ড ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে তৈরি করা হবে।
এই প্রকল্পের আওতায় একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম তৈরি করা হবে। তাতে থাকবে বিস্তৃত ডেটা, তথ্য ও পরিকাঠামো পরিষেবার মান-ভিত্তিক ডিজিটাল সিস্টেম। একইসঙ্গে যা স্বাস্থ্য-সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করবে।
এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি দেশব্যাপী ডিজিটাল হেলথ ইকোসিস্টেম তৈরি করে স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাইজড করবে। এর মাধ্যমে রোগীরা তাঁদের স্বাস্থ্যের রেকর্ড ডিজিটালি সেভ করে রাখতে পারবেন। একইসঙ্গে, তাঁদের পছন্দের ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি--- এই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই প্রকল্পের পাইলট প্রয়োগ শুরু করা হয়েছে।
নাগরিক এবং চিকিৎসক উভয়ের দৃষ্টিকোণ থেকে প্রকল্পের ভিত্তি হবে গোপনীয়তা এবং নিরাপত্তা-নির্ভর। চিকিৎসক ও রোগীদের মধ্যে সম্মতি-নির্ভর মেডিক্যাল টেস্ট পরীক্ষার রিপোর্ট, স্ক্যান, প্রেসক্রিপশন এবং ডায়াগনসিস রিপোর্ট আদানপ্রদান করা সম্ভব হবে।
আরও পড়ুন: তিন দিনের সফরে আমেরিকায় প্রধানমন্ত্রী, রয়েছে বাইডেনের সঙ্গে বৈঠক-সহ একাধিক কর্মসূচি
আরও পড়ুন: 'আমাকে জাতির জন্য আরও কঠোর পরিশ্রমের শক্তি দিন', জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আপ্লুত মোদি